এম ফয়সাল মাহমুদ (অনিক) উপজেলা প্রতিনিধি কলাপাড়া, পটুয়াখালী।
শনিবার সকাল থেকে দফায় দফায় বৃষ্টি তার পরও থামছে না পর্যটকদের ভিড়, সাগরের ঢেউ, বাতাসে প্রবল শব্দ, ঝড়ো হাওয়া বৃষ্টি তার ভিতরেও আনন্দে মেতে ছিল দূরদূরান্ত থেকে আগত পর্যটক প্রেমী। ঝড়ো হওয়া বৃষ্টি অপেক্ষা করে সমুদ্র সৈকতে পর্যটকদের আলোড়ন যতদূর দৃষ্টি যায় তারপরও থেমে নেই ভ্রমণ প্রেমীরা।
দৈনিক ভোরের প্রতিধ্বনি নিউজ তাদের কাছে কুয়াকাটা আজকের সমুদ্র সৈকতের কথা জানতে চাইলে তারা বলেন- শুনছি নাকি কুয়াকাটায় আবহাওয়া খারাপ হলে অনেক বড় বড় ঢেউ ও সাগরের গর্জন শোনা যায় তাই আসছি তবে অনেক আনন্দ করলাম আজ। আর একজন বলেন- কুয়াকাটা সমুদ্র সৈকত দেখার মত একটি স্থান এরকম প্রখর ঝড় ও বৃষ্টির মধ্যে কখন আসেনি আজ এই প্রথম আসছি তবে অনেক ইনজয় করলাম।
কুয়াকাটা সমুদ্র সৈকতে বিশেষ করে শুক্রবার সমুদ্রপ্রেমীদের সব থেকে বেশি দেখা যায় কারণ ঐদিন সাপ্তাহিক ছুটি অনেকেই এখানে দূর দূরান্ত থেকে ঘুরতে আসেন। আজ শনিবার হলেও ভ্রমণকারীদের সরগম।
তবে আবহাওয়া পরিস্থিতি খারাপ হলে সমুদ্রের গর্জন ও বাতাসের প্রবল শব্দে সমুদ্র এলাকা মুখরিত করে।