ত্রাণ দিয়ে ফেরার পথে প্রাণ গেল ভূমি কর্মকর্তার

রাফি চৌধুরী,

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

কুমিল্লার মনোহরগঞ্জে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আনিসুর রহমান (৩৫) নামের এক উপ-সহকারী ভূমি কর্মকর্তা মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত আরো ৪ জন গুরুতর আহত হয়েছে।

শুক্রবার (৩০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে জেলার লালমাই উপজেলার বাকই উত্তর ইউপির কাপাশতলায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আনিসুর রহমান কুমিল্লা বুড়িচং উপজেলার ময়নামতি ইউপির নামতলা গ্রামের আলী আকবরের ছেলে। তিনি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার টেরিয়াইলের ভূমি উপ-সহকারী কর্মকর্তা ছিলেন।

লাকসাম ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘নিহতের মরদেহ বর্তমানে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। কিছুক্ষণ আগে কুমিল্লা কোতোয়ালি থানার ওসি কল করে বিষয়টি আমাকে জানিয়েছেন। দুর্ঘটনার পর স্থানীয়রা এবং অপর আহতরা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক আনিসুরকে মৃত ঘোষণা করেন।’

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আনিসুর তাদের গ্রামের পক্ষ থেকে এবং চুয়েটের একটি স্বেচ্ছাসেবী দলের সঙ্গে ট্রাক্টরে করে শুক্রবার (৩০ আগস্ট) সকালে বন্যার্তদের মাঝে খাদ্য সহায়তা দিতে মনোহরগঞ্জ উপজেলায় যান। সেখানে উপজেলার বড়কেশতলা ও লাল চাঁদপুর গ্রামে অন্তত দুই হাজার মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন তারা।

সন্ধ্যায় ত্রাণ বিতরণ শেষে ফেরার পথে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের কাপাশতলা এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরকে একটি ড্রাম ট্রাক ধাক্কা দিলে ট্রাক্টরটি উল্টে যায়। এ সময় গুরুতর আহত হন অন্তত ৫ জন। গুরুতর আহত অবস্থায় আনিসসহ আহতদেরকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক আনিসুরকে মৃত ঘোষণা করেন। অন্য আহতদের কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে আহত ময়নাল হোসেন বলেন, ‘ট্রাক্টর উল্টে গেলে আনিসুর ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। তার মাথায় গুরুতর আঘাত রয়েছে। এরপরও হাসপাতালে আনা হলে চিকিৎসক জানান তিনি আগেই মারা গেছেন।’

আহত গোলাম রাব্বি জানান, ‘নিহত আনিসুর রহমান বন্যার্তদের সহযোগিতার জন্য তিনি এলাকায় বারবার খোঁজ খবর নিচ্ছিলেন। শুক্রবার ছুটির দিন থাকায় তিনি এসে এলাকার স্বেচ্ছাসেবীদের সাথে সমন্বয় করে মনোহরগঞ্জে যান। কিন্তু ফেরার পথেই এই দুর্ঘটনা ঘটে।’

কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক শেখ মো. ফজলে রাব্বি বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *