তৃতীয় দফার অবরোধেও রাজশাহীতে মাঠে সরব আ.লীগ

তৃতীয় দফার অবরোধেও রাজশাহীতে মাঠে সরব আ.লীগ

রাজশাহীতে বিএনপি-জামায়াতের অবরোধের প্রতিবাদে শান্তি মিছিল ও উন্নয়ন সমাবেশ

০৮-১১-২০২৩

পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো

দেশব্যাপী বিএনপি-জামায়াতের ডাকা তৃতীয় দফার ৪৮ ঘণ্টার অবরোধের প্রতিবাদে অন্যান্য দিনের মতো শান্তি ও উন্নয়ন সমাবেশ করেছে রাজশাহী মহানগর আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (০৮ নভেম্বর) রাজশাহী মহানগর আওয়ামীলীগ সাহেব বাজার জিরো পয়েন্ট থেকে প্রতিবাদ মিছিলটি শুরু হয়ে পুনরায় সাহেব বাজার জিরো পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়।

রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড.আসলাম সরকার,দপ্তর সম্পাদক মাহাবুব-উল-
আলম বুলবুলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এরআগে বেলা ১১ টার সময় তালাইমারী মোড় থেকে মতিহার থানা আওয়ামী লীগের নেতৃত্বে প্রতিবাদ মিছিল বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে তালাইমারী মোড়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

রাজশাহী মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মোঃ ইসমাইল হোসেন,সদস্য ও মতিহার থানা আওয়ামী লীগের সভাপতি ডা.আব্দুল মান্নান,সদস্য এ কে এম জাম্মান জুয়ের,মতিহার থানা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক সারোয়ার রহমান পিন্টু,২৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গোলাম রাব্বানী মাসুম,সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম,২৮ নং ওয়ার্ড পশ্চিমের সভাপতি আনন্দ কুমার ঘোষ,সাধারণ সম্পাদক খায়রুল বাশার শিগার,পূর্ব সভাপতি মকসেদ আলী,২৫ নং ওয়ার্ড সহ সভাপতি মাহবুবুর রহমান,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কিশোর দাস উওর ২৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো.তরিকুল আলম পল্টু,সাবেক ছাএনেতা যুগ্ম আহবায়ক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রশিদুল ইসলাম রশিদ,২৮ নং ওয়ার্ড পশ্চিম যুবলীগ সভাপতি মিলন শেখ,সাধারণ সম্পাদক মিঠু শেখ,২৫ নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি সুজিদ সরকার,মতিহার থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৌরভ শেখ,মো.জয়নাল আবেদীন খোকন,ফয়সাল কবির, মিশু আহমেদ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন,বিএনপি জামায়াতের দেশবিরোধী সকল ষড়যন্ত্র ও নৈরাজ্য শক্ত হাতে প্রতিহত করার জন্য আওয়ামী লীগ প্রস্তুত আছে। বিএনপির অবরোধ কর্মসূচি মানুষ মানে না,তাদের জ্বালাও পোড়াও ধ্বংসাত্মক রাজনীতি মানুষ ঘৃণা করে।

উল্লেখ্য,তৃতীয় দফার অবরোধের প্রথম দিনেও রাজশাহীতে যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। তবে দূরপাল্লার কোনো যানবাহন রাজশাহী থেকে ছেড়ে যায়নি। অবরোধ সমর্থনে বিএনপি জামায়াতের নেতা-কর্মীদের অবস্থান দেখা যায়নি। তবে নগরীর বিভিন্ন মোড়ে পুলিশ, র‌্যাবসহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *