তুষখালী বালিকা মাধ্যমিক বিদ্যালয় এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান।

তুষখালী বালিকা মাধ্যমিক বিদ্যালয় এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান।

মোঃআছাদুজ্জামান
মঠবাড়িয়া প্রতিনিধিঃ পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার তুষখালী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৪ ইং সনের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবাগত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠােনের আয়োজন করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

১১ই ফেব্রুয়ারি রোববার সকাল ৯টাঃ সময় পবিত্র কুরআন তিলাওয়াত এর মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়। কুরাআন তিলাওয়াত করেন অত্র বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী মোসা:শাহনাজ আক্তার গীতা পাঠ করেন সুমন বারিক স্যার,

শুরুতেই ভাষার মাস হওয়ায় ভাষা শহিদদের ও দেশ সাদিকায় আত্ম-দানকারী সকল শহীদদের প্রতি এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর আত্মার প্রতি সম্মান প্রদর্শনের জন্য এক মিনিট নিরবতা পালন করা হয়।
এর পরপরই অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয়। সভাপতির আসনগ্রহন করেন অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি এস এম নজরুল ইসলাম ,অনুস্ঠান এর সভাপতিত্ব করে অএ স্কুলের প্রধান শিক্ষক মোঃহাফিজুর রহমান। এসময় উপস্থীত ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ সহ স্থানীয় আমন্ত্রিত অতিথিবৃন্দ ও অভিবাবক বৃন্দ।

এসময় সভাপতি বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন ও পরীক্ষায কামিয়াব হওয়ার জন্য দোয়া করেন এবং নবাগত শিক্ষার্থীদেরকে বিদ্যালয়ের যাবতীয় নিয়ম শৃঙ্খলা মেনে চলার জন্য নির্দেশনা দেন।

এর আগে মানপত্র পাঠ করেন বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ফাতিমা আক্তার ও শাহনাজ আক্তার।
প্রধান শিক্ষক মোঃ হাফিজুর রহমান
বিদায়ী শিক্ষার্থী, নবাগত শিক্ষার্থী, সুস্থতা কামনা ও বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মো:এইচ এম রুম্মান হোসেন

মোঃ আসাদুজ্জামান
পিরিজপুর মঠবাড়িয়া
01711487937

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *