ঝালকাঠি প্রতিনিধি মোঃ আরমান সরদার
ঝালকাঠির, কাঠালিয়া উপজেলার আমুয়া ২ নং ওয়ার্ডের উত্তরপাড় রয়েছে মৎস্য আড়ৎ, এই মৎস্য আড়ৎটি হয়েছে প্রায় ৫০ থেকে ৫৫ বছর আগে, সেই থেকেই মৎস্যজীবীরা একের পর এক নানান ধরনের মাছ বেচাকেনা করছে এখানে,
বৃষ্টির সিজন আসলেই দেখা যায় আড়ৎের বেহাল অবস্থা, টিন থেকে শুরু করে রিপেয়ারিংএর কাজ করার বাকি অনেক কিছুর, কোন অর্থ না থাকায় কোন ধরনের রিপেয়ারিংয়ের কাজ করতে পারছেন না,
এ বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দেখা যায় একটি রাস্তা ও একটি ঘার্ডলার অতি দ্রুত প্রয়োজন, আড়ৎের রাস্তাটি চাপিল থাকায় ঢুকতে পারছেন না একটি ও কাবার ভ্যান হাফ কিলোমিটার দূর থেকে কাবার ভ্যানের মাছ নামিয়ে নিয়ে আসতে হয় ছোট ভ্যান গাড়িতে করে, এতে অনেক ক্ষতি হয় বলে জানিয়েছেন আরোতের মৎস্য আড়ৎদারেড়া, এবং আড়ৎে একটিও ঘার্ডলা না থাকায় হাটু শমান কাঁদার ভিতর থেকে সাগরের ট্রলারের
মাছ মাথায় করে নিয়ে আসতে হয়, এতে বিপদের আশঙ্কা থাকা যায় বলে জানিয়েছেন আড়ৎের মৎস্য ব্যবসায়ীরা,
পচা সামুকে পা কাটার মতন ঝুঁকিপূর্ণতাও রয়েছেন, এবং টিনের যে অবস্থা বৃষ্টি আসলেই মাথা গোজার মতন জায়গা নেই বলে জানিয়েছেন,
এ বিষয়ে মৎস্য আড়ৎের মৎস্যজীবীদের কাছে জানতে চাইলে তারা জানান, অনেকবার একটি ঘার্ডলা ও একটি রাস্তার জন্য অনেকবার দরখাস্ত দেয়া হয়েছে এখন পর্যন্ত কোন কাজের শুরোহ পাইনি, আশা করি অতি শীঘ্রই কোন একটি বালো শুরোহ পাব।