ঝালকাঠিতে নারীর লাশ উদ্ধার, ছেলে-পুত্রবধূসহ আটক ৩ ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠিতে নারীর লাশ উদ্ধার, ছেলে-পুত্রবধূসহ আটক ৩
ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠিতে হাসিনা বেগম (৭৫) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে ঝালকাঠি শহরতলীর রামনগর এলকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার ছেলে ও দুই পুত্রবধূকে আটক করেছে পুলিশ।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে ছেলে এবং পুত্রবধূরা ওই নারীকে হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করছে।

পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। হাসিনা বেগম ওই এলকার মৃত আনোয়ার তালুকদারের স্ত্রী।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, হাসিনা বেগম বড় ছেলে ও দুই পুত্রবধূর সাথে রামনগর গ্রামের বাড়িতে বসবাস করতেন। তিনি বাধ্যর্কজনিত কারণে সব সময় স্ক্রাসে ভর করে হাটেন। কিন্তু তাকে প্রতিনিয়ত বড় ছেলে শাহ আলমসহ দুই পুত্রবধূ শারীরিক ও মানসিক নির্যাতন করত। বুধবার বিকেলে তাকে নির্যাতন করে হত্যা করে গাছে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার চালায়। একজন ক্রাসে ভর দিয়ে হাটা মানুষ কিভাবে গাছে ঝুলে আত্মহত্যা করে। তাঁর মাথায় রক্তাক্ত আঘত এবং গলায় ফাঁসের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। পুলিশ নিহত হাসিনা বেগমের বড় ছেলে শাহ আলম (৫০) ও তাঁর স্ত্রী খাদিজা বেগম (৪০) এবং প্রবাসী ছোট ছেলে সুমনের স্ত্রী ময়না বেগম (৩০) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় ইতোমধ্যে তিন জনকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। পরবতী আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *