ঝালকাঠিতে কমিউনিটি পুলিশিং ডে ২০২৩ পালিত

মাসুদ সিকদার :
সারাদেশের ন্যায় ঝালকাঠিতে পালিত হয়েছে পুলিশিং ডে। এবছর ঝালকাঠিতে কমিউনিটি পুলিশের প্রতিপাদ্য ছিলো “পুলিশ জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’।
এই শ্লোগানে ঝালকাঠিতে অনুষ্ঠিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে জেলা পুলিশ লাইন থেকে শহরে বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়। পুলিশ সুপার আফরুজুল হক টুটুলের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম প্রধান অতিথির অনুষ্ঠানে জেলা পুলিশের সদস্য ছাড়াও কমিউনিটি পুলিশ ফোরামের সদস্য ও বীর মুক্তিযোদ্ধাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় আরো উপস্তিত ছিলেন রাজাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বড়ইয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ জনাব মনিরুজ্জামান। সভাপতির বক্তব্যে পুলিশ সুপার আফরুজুল হক টুটুল বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের প্রত্যন্ত অঞ্চলেও অরাজকতা সৃষ্টির পায়তারা চলছে। জানমালের নিরাপত্বাসহ কোন অশুভচক্র যাতে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করতে না পারে সে ব্যপারে জনতা ও পুলিশের সমন্বয়ে গঠিত কমিউনিটি পুলিশিংয়ের সদস্যদের প্রতি সজাগ থাকতে আহ্বান জানান পুলিশ সুপার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *