মো.নজরুল ইসলাম জেলা প্রতিনিধি (হবিগঞ্জ)
“আমার ভ্যাট আমি দিব, কেনার সময় চালান নিবো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে..
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ, হবিগঞ্জ এর আয়োজনে আজ ১২ ডিসেম্বর’২৩ স্থানীয় মহব্বত কনভেনশন হলে জাতীয় ভ্যাট দিবস-২০২৩ ও ভ্যাট সপ্তাহ(১০-১৫ ডিসেম্বর-২৩) পালিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জাহাঙ্গীর আলম, যুগ্ম কমিশনার, কাস্টমস, ৃএক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেট।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজানুর রহমান শামীম, প্রেসিডেন্ট, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ। মসিউর রহমান বাদশা, সহ-সভাপতি, মার্চেন্ট এসোসিয়েশন, মাধবপুর বাজার, হবিগঞ্জ।
বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর সৈয়দ মোহাম্মদ ছগীর, অধ্যক্ষ, বৃন্দাবন সরকারি কলেজ, হবিগঞ্জ।
সভাপতিত্ব করেন মমিনুল ইসলাম, উপ-কমিশনার ও বিভাগীয় কর্মকর্তা, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ, হবিগঞ্জ।
আরও উপস্থিত ছিলেন হবিগঞ্জ শিল্প অঞ্চলের বিভিন্ন ইন্ডাস্ট্রির কর্মকর্তাবৃন্দ। এতে বক্তব্য রাখেন যমুনা গ্রুপের ভ্যাট কর্মকর্তা কুতুব উদ্দিন, কানসাই নেরোল্যাক পেইন্টস এর ভ্যাট কর্মকর্তা সামায়ুন মিয়া, প্রাণ গ্রুপ, ওমেরা সিলিন্ডার এর ভ্যাট কর্মকর্তা। এতে উপস্হিত ছিলেন হবিগঞ্জ অঞ্চলের সর্বস্তরের ব্যবসায়ীবৃন্দ।