ছাত্রলীগ নেতাকে দেখতে গিয়ে জেলহাজতে আরো দুই ছাত্রলীগ নেতা

দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন আফ্রিদিকে থানার হাজতে দেখতে গিয়ে জেল হাজতে আরো দুই ছাত্রলীগ নেতা। তারা হলেন, পৌর ছাত্রলীগের প্রচার সম্পাদক জাকির হোসাইন জয় এবং দেলোয়ার হোসেন আদি। রাতে র‌্যাব সদস্যরা আফ্রিদিকে থানায় সোপর্দ করার পরপরই উল্লিখিত দুই ছাত্রলীগ নেতা তাকে দেখতে থানায় গিয়েছিলেন।

আফ্রিদিকে র‍্যাব-৯ এর একটি দল ও বাকি দুজনকে সদর মডেল থানা পুলিশ গ্রেফতার করে।

গ্রেফতারকৃত রুহুল আমিন আফ্রিদি জেলা শহরের দক্ষিণ পৈরতলা এলাকার কামাল মিয়ার ছেলে।

র‍্যাব-৯ সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেলের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, জেলা শহরের রেলস্টেশন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আফ্রিদির বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় নাশকতা মামলা রয়েছে। তাকে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন আফ্রিদিকে (২৬) থানার হাজতে দেখতে আসেন জয় ও আদি। এসময় তাদের পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের বিরুদ্ধে অভিযোগ থাকায় তাদেরকেও গ্রেফতার করা হয়। তারা গত ৪ ও ৫ই আগস্ট বিরাসার এলাকাসহ শহরের বিভিন্ন স্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের সাথে সংঘর্ষে লিপ্ত হয়।
তিনি আরও বলেন, আসামিরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভনের ক্যাডার হিসেবে পরিচিত।
তাদেরকে ২/৯/২৪ইং তারিখে দায়েরকৃত মামলা নং ২ এবং ২২/৮/২৪ তারিখে দায়েরকৃত মামলা নং ১৭ এ চালান করা হয়েছে। তবে তারা এসব মামলার এজাহারনামীয় আসামী নয়।
তবে তাদেরকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *