মোঃফাহিম হোসাইন স্টাফ রিপোটার ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁও জেলার ভূল্লী থানার ১৮ নং শুখান পুখুরী ইউনিয়নে সকল মন্দির পরিদর্শন করেন চেয়ারম্যান।
শনিবার দুপুর ১২ টা থেকে রাত ১টা পর্যন্ত ১৮ নং শুখান পুখুরী ইউনিয়নের প্রতিটি দূর্গামন্ডপ পরিদর্শন করেন চেয়ারম্যান জনাব মোঃ আনিছুর রহমান,
এ সময় চেয়ারম্যান মহোদয়ের সাথে দুর্গা মন্ডপ ঘুরে বেড়ান জনাব কৃষ্ণ কুমার বর্মন(ওয়ার্ড সভাপতি আওয়ামী লীগ)জনাব তুষার কান্তি শর্মা(সভাপতি ১৮ নং শুখান পুখুরী ইউনিয়ন আওয়ামী যুবলীগ)জনাব রবিন্দ্রনার্থ বর্মন(সভাপতি জাঠিভাঙ্গা দূর্গামন্ডপ)জনাব জগদীশ চন্দ্র বর্মন(৫নং বালিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সহ সভাপতি আওয়ামী যুবলীগ)
এ সময় চেয়ারম্যান জনাব মোঃ আনিছুর রহমান বলেন আমরা সবাই একে অপরের পরিপূরক। আমরা যে যেই ধর্মের হই না কেনো আমরা সবাই মিলে মিশে থাকবো এটাই সবচেয়ে বড় কথা।আমরা কখনো অন্য কোন ধর্মকে ছোট করে দেখবো না।দূর্গাপুজাকে কেন্দ্র করে কোন যেনো কোন প্রকার সমস্যা না হয় সেই বিষয়ে সবাইকে সজাগ থাকতে বলেন তিনি।তিনি আরো বলেন আমরা সবাই একে অন্যের ধর্ম গুলো মূল্যায়ন করবো তিনি দূর্গামন্ডপের সভাপতিকে উদ্দেশ্যে বলেন আপনারা আপনাদের মতো করে আনন্দ করবেন কিন্তু যে সময়টায় মুসলমান ধর্মাবলম্বীদের আজান এবং নামাজ হবে সেই সময়টা যেনো সাউন্ড বন্দ রাখা হয়।যাতে অন্যের কোন সমস্যা না হয়।এছাড়াও তিনি বলেন পূর্জামন্ডপে কেউ যদি কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাকে কোন প্রকার ছাড় দেওয়া হবে না।সব শেষে তিনি বলেন আমরা সবাই চাই সবার উৎসব সবাই স্বাধীন ভাবে পালন করুক।
চেয়ারম্যানের এমন কথা শুনে স্বাধুবাদ জানিয়েছে অনেকে কারন সবাই চায় কোন প্রকার বিশৃঙ্খলা যেনো না হয়।