ঝালকাঠি প্রতিনিধি মোঃ আরমান সরদার
ঘূর্ণিঝড় ‘মিধিলি’র আঘাতে ঝালকাঠির কাঁঠালিয়ায় বেড়িবাঁধ বিধ্বস্ত, বাড়িঘর,গাছপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে, বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সংযোগ, কৃষির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
বড় কাঁঠালিয়া ও কচুয়া গ্রামসহ কয়েকটি গ্রামে বসত ঘর ভেঙে তছনছ হয়ে গেছে। গাছ উপড়ে পড়ে বহু ঘর গাছের নিচে চাপা পড়ে রয়েছে।
বিভিন্ন এলাকায় বিদ্যুতের নয়টি খুঁটি ভেঙে ও হেলে গিয়ে তিন কিলোমিটার বিদ্যুৎলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে কচুয়া ফিডেরর গ্রামগুলোতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
কৃষি বিভাগ জানিয়েছে, তাদের ৭শ হেক্টর খেসারী, পাঁচশত হেক্টর পাকা উপসী আমল, ২শ হেক্টর দুধকলম ধান, পাঁচশত হেক্টর কলাবাগান ও পাঁচ শত হেক্টর শাক-সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে।