গ্রিসে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ২০২৪ এ ডাক পেয়েছেন কুড়িগ্রামের সুমন

বিপুল রায় -কুড়িগ্রাম প্রতিনিধিঃ

গ্রিসের হেরাক্লিওনে আগামী ২২ অক্টোবর ২০২৪ অনুষ্ঠিত হতে যাচ্ছে জুজুৎসু ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। ডাক পেয়েছেন কুড়িগ্রামের আরিফুর রহমান সুমন, গত ২ অক্টোবর ২০২৪ যুব ও ক্রিয়া মন্ত্রণালয় প্রকাশিত সরকারি আদেশে [(জিও) ৩৪০৭১১০১৮ ০০৪১ ৯ ১২৭২] এ তথ্য নিশ্চিত করা হয়েছে,

আরিফুর রহমান সুমন কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার একজন নিয়মিত খেলোয়াড়। সুমন বাংলাদেশের হয়ে 2022 ডিসেম্বর আবুধাবি সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ফাইটিং ৬৯ কেজিতে অংশ গ্রহণ করে ০১ টি স্বর্ণ, ০১ টি রৌপ পদক অর্জন করেন, ২০২৩ জানুয়ারিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত এশিয়ান চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে বাংলাদেশের পক্ষে ষষ্ঠ স্থান, ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত প্যারিস পিক্স চ্যাম্পিয়নশিপ ২০২৩ বাংলাদেশের পক্ষে অংশগ্রহণ করে ০১ টি রৌপ পদক এবং গ্রিসের লোতরাকিতে অনুষ্ঠিত এক্রপলিস ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ২০২৩ ফাইটিং ৬৯ কেজিতে বাংলাদেশের পক্ষে ০১ টি স্বর্ণপদক এবং আবুধাবি সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এশিয়ান চ্যাম্পিয়নশিপ ২০২৪ অংশগ্রহণ করে এশিয়ান র‍্যাংকিংএ ৮ম স্থান অধিকার করেন। আরিফুর রহমান সুমন বর্তমানে ঢাকায় উচ্চ পর্যায়ে ট্রেনিং করছেন।

ইতিমধ্যে তাঁর রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। সকল সরকারি অর্ডার এবং বিমানের টিকিট
নিশ্চিত হয়েছে। আগামী ১৯ তারিখ জুজুৎসু ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশ গ্রহন করার উদ্দেশ্যে গ্রিসের হেরাক্লিয়নে ৮ সদস্যের বাংলাদেশ জুজুৎসু দল ঢাকা ত্যাগ করবে ।

এই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে কানাডা, ফ্রান্স , আলজেরিয়া, গ্রীসসহ পৃথিবীর ৯০ টি দেশের প্রায় ১৫০০ খেলোয়াড় অংশগ্রহণ করবে। এতে কুড়িগ্রামের এই
তরুণ এথলেট, আরিফুর রহমান সুমন লাল সবুজ পতাকায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছেন। তার এই সুভাগমনে কুড়িগ্রামের সকল ক্রিড়াপ্রেমি ব্যক্তি, ক্রিড়া সংগঠক, স্থানীয় সুধিজন ও সকল পরিচিতজন তার সাফল্যকামনা করেছেন।

অপরদিকে সুমন, জুজুৎসু ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ডাক পাওয়ায় বর্তমান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা, ক্রিয়া মন্ত্রণালয়ের সচিব, ক্রিয়া পরিষদের সচিব, এবং ফেডারেশনের সকল কর্মকর্তা, রেফারী কোচ এবং খেলোয়াড়দের ধন্যবাদ জানিয়ে বলেন, চ্যাম্পিয়নশিপে
অংশগ্রহণ করার জন্য ইতোমধ্যে যুব ও ক্রিয়া মন্ত্রণালয়ের সরকারি অর্ডার পেয়েছি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্ডারও হাতে পেয়েছি। চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হওয়ার আশাব্যক্ত করে তিনি কুড়িগ্রাম জেলা তথা বাংলাদেশের সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *