গাইবান্ধায় ফেন্সিডিল ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা সদর থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১২০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ি রোকনুজ্জামান রওফে ইমরান (৩২) কে গ্রেফতার করেছে।
থানা সুত্রে জানা যায়, গাইবান্ধা জেলা পুলিশ সুপার মোঃ কামাল হোসেন এর নির্দেশনা মোতাবেক গাইবান্ধা জেলার গাইবান্ধা সদর থানাকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা এর সার্বিক তত্ত্বাবধানে এসআই(নিঃ) মোঃ মোবারক আলী এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ একটি টিম ২৫ ফেব্রুয়ারী রাত ১ টার পর সদর থানার রাধাকৃষ্ণপুর গ্রামস্থ সাদ্দাম মিয়া এর পরিতিক্ত বসতবাড়ীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া মাদক ব্যবসায়ি রোকনুজ্জামান রওফে ইমরান (৩২) এর হেফাজত হইতে প্যান্টের বাম পকেট হইতে নীল রংয়ের পলিপ্যাক এর ভিতরে মোড়ানো ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও আসামী তার নিজ হাতে খাটের নিচ থেকে একটি চটের বস্তায় ১২০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ি রোকনুজ্জামান রওফে ইমরান (৩২) সদর উপজেলার পশ্চিম রাধাকৃষ্ণপুর গ্রামের গোলাপ মিয়ার ছেলে ।
এ বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ির বিরুদ্ধে গাইবান্ধা সদর থানার মামলা রুজু করা হয়েছে।