গাইবান্ধা ২৯৩ বোতল বিদেশী মদসহ ডিবি পুলিশের হাতে গ্রেফতার মাদককারবারী
সাগর আহম্মেদ গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা জেলার ডিবি পুলিশের বিশেষ অভিযানে ফুলছড়ি থানাধীন ৬নং এ্যারেন্ডাবাড়ি ইউনিয়নের অন্তগর্ত ১নং ওয়ার্ডের পশ্চিম জিগাবাড়ি দুর্গম চরাঞ্চল হতে ২৯৩ (দুইশত তিরানব্বই) বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশী মদ উদ্ধারসহ একজন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
জেলা পুলিশের আয়োজনে এক প্রেস বিফ্রিংএ জানা যায়, গাইবান্ধা জেলার পুলিশ সুপার মোঃ কামাল হোসেন এর দিক নির্দেশনা মোতাবেক ডিবি ওসি মোখলেছুর রহমান সরকারের তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি চৌকস দল নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ৪ ফেব্রয়ারি রবিবার সাড়ে নয়টার সময় ফুলছড়ি থানাধীন ০৬নং এ্যারেন্ডাবাড়ি ইউপির অন্তগর্ত ১নং ওয়ার্ডের পশ্চিম জিগাবাড়ি গ্রামস্থ পশ্চিম জিগাবাড়ির চরে জনৈক আব্দুস সোবহান @ নাড্ডু (৪২), পিতা-মোঃ আব্দুল হামিদ ডাক্তার এর বসতবাড়ির আঙ্গিনা/উঠান সংলগ্ন গোয়াল ঘরের পাশে খড়ের গাঁদার মধ্যে থাকা মোট ৯ টি বস্তায় বিভিন্ন ব্র্যান্ডের বিদেশী মদ দুইশত তিরানব্বই বোতল, আসামী মোঃ আব্দুস সোবহান @ নাড্ডু দখল ও হেফাজত থেকে উদ্ধারসহ ০১ (এক) জনকে গ্রেফতার করা হয়। ঘটনার সহিত অন্য কেহ জড়িত আছে কিনা সে ব্যাপারে আসামীকে জিজ্ঞাসাবাদ অব্যহত আছে। আসামীর বিরুদ্ধে ফুলছড়ি থানা নিয়মিত মামলা নং-০১, তারিখ-০৪/০২/২০২৪ খ্রিঃ, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ২৪(গ) রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ১টি হত্যা মামলা, ১টি খুনসহ ডাকাতি মামলা, ১টি ডাকাতি মামলা ও মারামারির ২টি মামলাসহ মোট ৫ টি মামলা বিচারাধীন রয়েছে।
৫ ফেব্রুয়ারী সোমবার এক প্রেস বিফ্রিংএ বিস্তারিত তুলে ধরেন গাইবান্ধা জেলার পুলিশ সুপার মোঃ কামাল হোসেন। এসময় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ও পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত মোঃ ইবনে মিজান, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) ধ্রুব জ্যোতির্ময় গোপ (বিপিএম) , ডিবি ওসি মোঃ মোখলেছুর রহমান সরকার , সদর থানার অফিসার ইনর্চাজ মোঃ মাসুদ রানা, জেলা গোযেন্দা শাখার পুলিশ পরিদর্শক বদরুজ্জামান মোল্লা গাইবান্ধাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ এবং সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।