কোটালীপাড়ায় ১০ম গ্রেডের দাবিতে শিক্ষকদের মানববন্ধন

ইস্রাফিল খান, গোপালগঞ্জ(জেলা)প্রতিনিধি:

দশম গ্রেড বাস্তবায়নের এক দফা দাবিতে গোপালগঞ্জের কোটালীপাড়ায় মানববন্ধন করেছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা।
মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদের সামনের সড়কে কোটালীপাড়া উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা মানববন্ধনে অংশ নেন। প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর আক্তারের কাছে অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্ঠা বরাবর স্মারকলিপি প্রদান করে শিক্ষকেরা।

এসময় বক্তারা বলেন, প্রাথমিকে লেখাপড়া করেই একজন শিক্ষার্থী মাধ্যমিক, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। গ্রাজুয়েশন শেষ করে, দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি দফতর বা সচিবালয়ে দায়ীত্ব পালন করেন। অথচ প্রাথমিক বিদ্যালয়ে একজন সন্তানকে যে শিক্ষক হাতেখড়ি দিল তার বেতন ১৩ তম গ্রেডে পাচ্ছে। এটা খুবই দুঃখজনক। আমরা আবেদন করি বর্তমান সরকার আমাদের দাবি মেনে নিয়ে প্রাথমিক সহকারি শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়ন করবে। বর্তমান সময়ে একজন সহকারী শিক্ষকের ১৩তম গ্রেডে বেতন-ভাতা দিয়ে জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। অসংখ্য শিক্ষক পরিবার-পরিজন নিয়ে কষ্টে আছেন । অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে দাবি, উনি যেন আমাদের বিষয়টি মেনে নেন।’

এ সময় অনান্যদের মাঝে উপস্থিত ছিলেন অলিউল্লাহ হাওলাদার, শিপন ঘরামী, রসময় রত্ন, মাসুদুর রহমান, অসিকুর হাওলাদার, ইব্রাহিম শিকদার, গোলাম মোস্তফা প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *