কোটালীপাড়ার শিশু কাওসারের চিকিৎসায় ১ লক্ষ টাকার সহায়তা দিলেন প্রধানমন্ত্রী।

ইস্রাফিল খান (গোপালগঞ্জ জেলা) প্রতিনিধি

আজ ৩০ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কোটালীপাড়ার দরিদ্র পরিবারের বিরল রোগে আক্রান্ত শিশুটির চিকিৎসার জন্য এই অর্থ দেওয়া হয়। মাননীয় প্রধানমন্ত্রীর এসাইনমেন্ট অফিসার আফরোজা বিনতে মনসুর গাজী লিপি তার কার্যালয়ে বসে শিশুটির মা নুপুর বেগমের হাতে তুলে দেন ১ লক্ষ টাকার এই চেক টি।

জানা যায়, প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকা কোটালীপাড়ার হত দরিদ্র নুপুর বেগমের দেড় বছর বয়সী শিশু সন্তান কাওসার বিরল রোগে আক্রান্ত। অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছিলেন না। গত কয়েক দিন আগে কোটালীপাড়ার সামাজিক সংগঠন জ্ঞানের আলো পাঠাগার শিশুটির চিকিৎসার সহায়তা চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেয়। বিষয়টি নজরে আসে প্রধানমন্ত্রীর এসাইনমেন্ট অফিসার আফরোজা বিনতে মনসুর গাজী লিপির। তিনি জ্ঞানের আলো পাঠাগারে যোগাযোগ করে প্রধানমন্ত্রী বরাবর চিকিৎসার সহায়তা চেয়ে একটি আবেদন দিতে বলেন। জ্ঞানের আলো পাঠাগারের উদ্যোগে প্রয়োজনীয় কাগজপত্রসহ শিশুটির মা নুপুর বেগমের নামে কাওসারের চিকিৎসার সহায়তা চেয়ে আবেদন পৌচ্ছে দেওয়া হয় প্রধানমন্ত্রীর এসাইনমেন্ট অফিসার আফরোজা বিনতে মনসুর গাজী লিপির নিকট। তিনি বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এনে ১ লক্ষ টাকার বরাদ্দ করান। আজ দুপুরে নিজ কার্যালয়ে বসে ১ লক্ষ টাকার চেকটি শিশু কাওসারের মা নুপুর বেগমের হাতে তুলে দেন প্রধানমন্ত্রীর এসাইনমেন্ট অফিসার আফরোজা বিনতে মনসুর লিপি গাজী।

চেক টি হাতে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন নুপুর বেগম। এ সময় তিনি কান্না জড়িত কন্ঠে বলেন, দীর্ঘ দেড় বছর ধরে অর্থের অভাবে ছেলেটার চিকিৎসা করাতে পারেন নাই। আজ মাননীয় প্রধানমন্ত্রীর এই সহযোগিতার জন্য আমি চির কৃতজ্ঞতা জানাই। আল্লাহ যেন মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু দান করেন এবং তিনি যেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি যেন আবারও প্রধানমন্ত্রী হয়ে আমাদের মত অসহায় মানুষের পাশে দাড়াতে পারেন।

মহিলাটি প্রধানমন্ত্রীর পাশাপাশি দোয়া করেন প্রধানমন্ত্রীর এসাইনমেন্ট অফিসার আফরোজা বিনতে মনসুর গাজী লিপি আপার প্রতি। তিনি বলেন, লিপি আপার বাবা মরহুম গাজী মুনসুরুল হক ও তার প্রয়াত স্বামী বুলবুল গাজী সবসময় কোটালীপাড়ার অসহায় মানুষের পাশে দাড়াতেন। এখন লিপি গাজী আপাও তাদের মত কোটালীপাড়ার অসহায় মানুষের পাশে দাড়াচ্ছেন।

জ্ঞানের আলো পাঠাগারের সভাপতি সুশান্ত মন্ডল বলেন,
দেশের অসহায় দরিদ্র মানুষের পাশে সর্বদা থাকায় আমাদের মহান নেত্রী দেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপার জন্য সত্যিই আজ আমি গর্বিত। আমি গর্বিত তার সুযোগ্য এসাইনমেন্ট অফিসার আফরোজা বিনতে মনসুর লিপি গাজী আপার জন্য। দিনরাত তিনি পরিশ্রম করে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *