কোটালীপাড়া থানা’র নবাগত ওসি মোহাম্মদ আবুল কালাম আজাদ

ইস্রাফিল খান, গোপালগঞ্জ(জেলা)প্রতিনিধি

গোপালগঞ্জ জেলাধীন কোটালীপাড়া মডেল থানার নবাগত ওসি মোহাম্মদ আবুল কালাম আজাদ । গত ১৮ সেপ্টেম্বর বুধবার রাত আনুমানিক ৮ ঘটিকায় তিনি কোটালীপাড়া থানায় যোগদান করেছেন।

এর আগে সুনামের সহিত তিনি বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেন। মোহাম্মদ আবুল কালাম আজাদ শিক্ষাজীবন শেষ করে ১৯৯২ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি সিরাজগঞ্জ জেলার বাসিন্দা।

এ বিষয়ে জানতে চাইলে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম আজাদ ডেইলি অবজারভার সংবাদদাতাকে বলেন, পুলিশ সাংবাদিক একে অপরের পরিপূরক। আমাদের কাজের অনেকাংশে মিল আছে। সমাজের অসংগতিগুলো দূর করতে আমরা উভয়েই কাজ করছি। আপনাদের সঙ্গে সু-সম্পর্ক রেখেই কাজ করা হবে। আমি চাই আপনারা আমার কাজে সহযোগীতা করেন। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব অপরাধ কমে যাবে। সব অপরাধ শূন্যের কোঠায় চলে আসবে। আইন শৃঙ্খলা নিশ্চিত করতে যেকোনো সময় পুলিশ তৎপর থাকবে।

নবাগত ওসি আবুল কালাম আজাদ কোটালীপাড়া থানা – কে সেবার কেন্দ্রবিন্দুতে রুপ দিতে জনবান্ধব পুলিশ সেবা প্রতিষ্ঠার কথা উল্লেখ পূর্বক এই থানা এলাকায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে তিনি সকলের সহযোগীতা কামনা করেছেন। কোটালীপাড়ার এই জনপদে শান্তির সু-বাতাস ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে সকলের দোয়া কামনা করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *