ইস্রাফিল খান,গোপালগঞ্জ(জেলা) প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ছাত্র গণ অধিকার পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে ছাত্র অধিকার পরিষদ শাখার আয়োজনে কোটালীপাড়া ঘাগর বাজার পৌর কিচেন মার্কেটে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গন অধিকার পরিষদের ঢাকা মহানগর উত্তরের প্রচার ও প্রকাশনা সম্পাদক আশিকুজ্জামান রনি।
গণঅধিকার পরিষদ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি আল আমীন সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় গণঅধিকার পরিষদ কোটালীপাড়া উপজেলা শাখার আহবায়ক জালাল দাড়িয়া, সদস্য সচিব মহাসিন উদ্দিন চাঁদ, যুব অধিকার পরিষদ কোটালীপাড়া উপজেলা শাখার সভাপতি নেয়ামুল হক নয়ন, ছাত্র অধিকার পরিষদ গোপালগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি রুমান হোসেন রিমন, ছাত্র অধিকার পরিষদ কোটালীপাড়া উপজেলা শাখার সভাপতি সাদমান ইসলাম পলাশসহ সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে কাজী আশিকুজ্জামান রনি বলেন,
আমাদের সকলের উচিত প্রতি হিংসামূলক রাজনীতি থেকে বেরিয়ে এসে মানুষের ভোটাধিকারে জন্য কাজ করা। ৫ আগস্টের পরে যে তান্ডব বাংলাদেশে হয়েছে তা আসলে কাম্য নয়। “জনতার অধিকার,“ আমাদের অঙ্গীকার, তিনি আরো বলেন আমাদের নেতাকর্মদের চরিত্র হবে স্বচ্ছ ন্যায়-নীতি এবং মানুষের প্রতি ভালোবাসার থাকা। আমাদের নেতাকর্মীদের ভিতর কোন চাঁদাবাজকারী ও নেশাগ্রস্ত থাকতে পারবে না।