কুড়িগ্রামে ৪ কলেজে শতভাগ ফেল

বিপুল রায় -কুড়িগ্রাম প্রতিনিধিঃ

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া কুড়িগ্রামের চার শিক্ষাপ্রতিষ্ঠানের একজন পরীক্ষার্থীও পাস করেনি। এমন ফলাফলে এসব প্রতিষ্ঠানের পাঠদান নিয়ে হতাশা প্রকাশ করেছেন অভিভাবকরা।

রোববার (২৬ নভেম্বর) দুপুরে এইচএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফলের তালিকায় এ তথ্য পাওয়া যায়।জানা যায়, ভুরুঙ্গামারী উপজেলার মইদাম কলেজ। এ কলেজে দুই শিক্ষার্থী নিবিন্ধন করলেও পরীক্ষায় একজন অনুপস্থিত ছিলেন। অপর পরীক্ষার্থী মোছা. খোদেজা খাতুন অকৃতকার্য হয়েছেন।অপরদিকে, উলিপুর উপজেলার বাগুয়া অনন্তপুর স্কুল অ্যান্ড কলেজের চার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই অকৃতকার্য হন।

এছাড়া নাগেশ্বরী উপজেলার সমাজ কল্যান মহিলা কলেজের এক শিক্ষার্থী এবং রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা মডেল কলেজে এক শিক্ষার্থী অংশ নিয়ে অকৃতকার্য হন।মইদাম কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম বাবলু জানান, অকৃতকার্য শিক্ষার্থী খোদেজা খাতুন শুরুতে কলেজে নিয়মিত ছিলেন। পরে পরিবার থেকে বিবাহ দেওয়ায় কলেজে অনিয়মিত হয়ে পড়েন। ফলে পড়াশোনা ভালো করতে পারেনি।

কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ জানান, শতভাগ ফেল করা কলেজের ফলাফল যাচাই বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *