কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় নদী দখল এর বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

কিশোরগঞ্জ থেকে : এস এম মাসুম

সোমবার (১৩ নভেম্বর) দুপুরে করিমগঞ্জ উপজেলার কাইকুরদিয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে এ কর্মসূচির আয়োজন করে স্থানীয় এলাকাবাসী।

এতে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ পরিবেশ রক্ষা মঞ্চের (পরম) সভাপতি অধ্যক্ষ শরীফ আহমেদ সাদী, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জুয়েল, এডভোকেট মীর আব্দুস সাত্তার, জামিল আনসারী, বাপার সদস্য কবিরুল ইসলাম গোলাপ, বাপার করিমগঞ্জ উপজেলার সমন্বয়ক তানভীর হাসান প্রমুখ।

পরিবেশ রক্ষা মঞ্চের সভাপতি অধ্যক্ষ শরীফ আহমেদসাদী বলেন, ইজমা শোভা জর্দা কোম্পানির মালিক মঞ্জুমিয়া প্রশাসনের নাকের ডগায় কাইকুরদিয়া এলাকায় নরসুন্দা নদী ভরাট করে বাগানবাড়ি নির্মাণ করে নদীরগতিধারা বন্ধ করে দিয়েছেন। পাশাপাশি দুটি খাল ভরাটকরে পানি প্রবাহ সম্পূর্ণ বন্ধ করেছেন। এখন নতুন করে নদী ও খাল থেকে অবৈধভাবে বালু তুলে নদীর জায়দা দখল করছেন।

এ বিষয়ে এডভোকেট মীর আব্দুস সাত্তার জানান, নদী দখলের প্রতিকার চেয়ে জেলা প্রশাসক, করিমগঞ্জের ইউএনও এবং পরিবেশ অধিদপ্তরে অভিযোগ দিলেও রহস্যজনক কারণে কোন প্রতিকার হচ্ছেনা। এর প্রতিবাদেই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানান তিনি।

এদিকে মানববন্ধন কর্মসূচির পর করিমগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা বেগম সাথী ঘটনাস্থল পরিদর্শন করেন। সার্ভেয়ারের মাধ্যমে মাপজোক করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।

করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার বসু এ সংক্রান্ত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে জানান, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী নদী জীবন্ত সত্তা। নদী দখল করার অধিকার কারও নেই। অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *