এম ফয়সাল মাহমুদ (অনিক) উপজেলা প্রতিনিধি কলাপাড়া, পটুয়াখালী।
কলাপাড়া উপজেলায় পাঁচ দিন বিরামহীন বৃষ্টিতে বারোটি ইউনিয়নের মানুষ জলাবদ্ধ। পানির ব্যাপক চাপে নিষ্কাশের ব্যবস্থা না থাকায় জলাবদ্ধ হাজার হাজার মানুষ। বিভিন্ন জায়গায় যাতায়াতের জন্য কলাগাছ দিয়ে ভেলা ও নৌকার মাধ্যমে যাতায়াত করতে হচ্ছে। অদ্বো পাকা রাস্তাঘাট এখনো পানিতে ডুবে আছে। এর কারনে অনেক মানুষ ঘর থেকে বের হচ্ছে না। খবর নিয়ে জানা গেছে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীর উপস্থিতি অনেক কম। অনেক শ্রমিক বৃষ্টির কারণে কাজ হীন অবস্থায় দিন পার করছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত নিম্ন স্থানে মানুষ গুলো। তাদের অনেকেই ঘরবাড়ি পানিতে ডুবে আছে কেউ কেউ দোতালায় আশ্রয় নিয়েছে এবং অন্যরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নিয়ে আছে। অপরদিকে খবর নিয়ে জানা গেছে মানুষের ঘরের ভিতর অতিরিক্ত পানির কারণে সাপ আশ্রয় নিয়েছে।
এদিকে গত পাঁচ দিন অতিরিক্ত বৃষ্টির কারণে যারা ধানের বীজ বপন করেছে তা অনেকেরই নষ্ট হয়ে গেছে। তাই এবারের ধান চাষের ক্ষেত্রে চাষিরা ক্ষতির অংশ বেশি দেখতেছে। অপরদিকে অতিরিক্ত বৃষ্টির কারণে বিভিন্ন শাক সবজি পছন ধরছে। অনেকে গৃহ পালিত পশু নিরাপদ স্থানে আশ্রয় কেন্দ্রে নিয়ে রেখেছে।
কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়ন গ্রামের অনেক ঘরবাড়িতে পানি থৈথৈ করছে কেউ কেউ বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছে। ওই ইউনিয়নের এক বাসিন্দা মোঃ মনছুর আলী জানান, দুদিন ধরে তারা এক শিক্ষা প্রতিষ্ঠানে রান্না করে খাওয়া দাওয়া করতেছে।
বালিয়াতলী ইউনিয়নে কৃষকের ধানের বীজ ব্যাপক ক্ষতি হয়েছে। নিপুল নামে একজন কৃষি খামারি বলেন অতিরিক্ত বৃষ্টির ও পানির জমিয়ে যাওয়ার কারণে তাদের ধানের বীজ সবগুলো নষ্ট হয়ে গেছে।
টিয়াখালী ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল হাসান সুজন মোল্লা বলেন, দুদিন ধরে গ্রাম ঘুরিয়ে দেখছি তবে পানি নিষ্কাশে আমরা কাজ করে যাচ্ছে এটা উল্লেখ করেন।
এছাড়া প্রত্যেকটা ইউনিয়নের জনপ্রতিনিধি পানি নিষ্কাশের জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন এটা জানা গেছে।