কমিউনিটি বেইজড রিহ্যাবিলিটেশন সেবা প্রদান যবিপ্রবির ফিজিওথেরাপি বিভাগের

আল আমিন, যবিপ্রবি প্রতিনিধি :

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) এর ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন (পিটিআর) বিভাগের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আজ ৮ নভেম্বর শুক্রবার ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের মাস্টার্স, ইন্টার্ন এবং আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের ১৫ সদস্য বিশিষ্ট টিম বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকা গোবিলা গ্রামে “কমিউনিটি বেইসড রিহ্যাবলিটেশন” চিকিৎসা সেবা প্রদান করেন।

এতে প্রায় অর্ধশতাধিক (৫০) কোমর ব্যথা, ঘাড়ে ব্যথা, হাঁটুতে ব্যথাসহ অন্যান্য রোগের চিকিৎসা পেয়ে থাকেন।

ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের ৩য় পেশাগত বর্ষের শিক্ষার্থী শ্রী পল্লব এর কাছে ফ্রী ফিজিওথেরাপি হেলথ্ ক্যাম্প সমন্ধে জানতে চাইলে আমাদের জানান,
আজকের এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো সাধারণ জনগণের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং ফিজিওথেরাপির প্রয়োজনীয়তা সম্পর্কে ধারণা প্রদান।
আরো বলেন, ফিজিওথেরাপি কেন গুরুত্বপূর্ণ?

ফিজিওথেরাপি হলো এমন একটি চিকিৎসা পদ্ধতি যা ব্যথা ও পেশীজনিত সমস্যা থেকে মুক্তি পেতে এবং চলাফেরার ক্ষমতা পুনরুদ্ধারে সহায়ক। আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন শারীরিক সমস্যার সম্মুখীন হই যেমন- কোমর ব্যথা, ঘাড় ব্যথা, হাঁটুর ব্যথা ইত্যাদি। ফিজিওথেরাপি সেইসব সমস্যার সমাধানে অত্যন্ত কার্যকরী এবং ব্যথা মুক্ত জীবনযাপনে সহায়তা করে।

ফ্রী ক্যাম্পের মাধ্যমে সুবিধা-
এই ক্যাম্পের মাধ্যমে আমরা রোগ নির্ণয়, বিনামূল্যে পরামর্শ এবং প্রাথমিক চিকিৎসা প্রদান করছি। বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টদের মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে স্বাস্থ্যকর জীবনযাপন করা যায় এবং শারীরিক ব্যথা থেকে মুক্ত থাকা যায়।

আমাদের লক্ষ্য:

আমাদের এই ক্যাম্পের মাধ্যমে সমাজে সচেতনতা বৃদ্ধি করা এবং যাদের ফিজিওথেরাপি প্রয়োজন কিন্তু আর্থিক কারণে চিকিৎসা নিতে পারছেন না, তাদের সাহায্য করা। আমরা আশা করি এই ক্যাম্প থেকে আপনারা উপকৃত হবেন এবং নিজেদের শারীরিক সুস্থতা রক্ষায় সচেতন হবেন।

শিক্ষার্থীদের এমন ভিন্নধর্মী আয়োজনে বিভাগীয় চেয়ারম্যান ডা. এহসানুর রহমান শিক্ষার্থীদের জনসচেতনতা মূলক ক্যাম্প করাকে উৎসাহিত করেন এবং প্রত্যেককে ভলেন্টিয়ার সার্টিফিকেট তুলে দেওয়ার আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *