এসো বই পড়ি আলোকিত হই

এমতেয়াজ পাটওয়ারী ফরহাদ, স্টাফ রিপোর্টার :

মানব সভ্যতার সূচনা থেকে মানুষের বই পাঠের তথ্য পাওয়া যায়। বই পড়ার অভ্যাস মানুষের নীরবে কিংবা সরবে হলেও কালের পরিক্রমায় মানুষ তথ্য জানার জন্য বারবার কিছু পড়ার প্রতি মনোনিবেশ করেছে। বই পড়া মানুষের এমন একটি দক্ষতা, যার কারণে মানুষের আর্থ-সামাজিক অবস্থার দ্রুত উন্নতি সাধন হয়। পাঠাভ্যাস থেকে বিরত থাকা একটি অনেক বড় ধরনের অদক্ষতার পরিচায়ক। এরই ধারািবাহিকতায় শিক্ষার্থীদের বইমূখী মাদারীপুর জেলার শিবচর উপজেলা “এসো বই পড়ি, আলোকিত হই” শিরোনামে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম শিবচর শাখার আয়োজনে উপজেলার উৎরাইল উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উৎরাই উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য আমিনুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজয় টিভি মাদারীপুর জেলা প্রতিনিধি আবুল খায়ের খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম শিবচর শাখার আহ্বায়ক মো. সিরাজুল ইসলাম, ড. নুরুল আমিন বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও এখলাছ উদ্দিন (চুন্নু), অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আশরাফুল আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রেজাউল করিম, যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম শিবচর শাখার যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম, সদস্য আব্দুল আজিজ, সিনিয়র শিক্ষক মিয়াউল আলম চৌধুরী, সহকারী শিক্ষক ইমতিয়াজ আহমেদ ইমন, সদস্য আলোমগীর হোসেনসহ অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিশেষ অতিথির বক্তব্যে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম শিবচর শাখার যুগ্ম আহ্বায়ক এখলাছউদ্দিন চুন্নু বলেন, একজন মানুষ যে পেশায়ই দক্ষ হোক না কেন তার পেশাদারিত্বে উৎকর্ষতা অর্জনের জন্য বারবার বইয়ের কাছে ফিরে আসতে হয়। কারণ জ্ঞানের সূচনা সেখান থেকে এবং সে জ্ঞানকে সামগ্রিকভাবে কাজে লাগানোর দক্ষতা মানুষ বই পড়ে পেয়ে থাকে। মানুষের মননশীল, চিন্তাশীল, সৃষ্টিশীল চিন্তার যাবতীয় সূচনার বিস্ফোরণ একমাত্র বইয়ের মাধ্যমে হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *