নাহিদ মিয়া মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি।
২১ মাস পর বিজয়ের হাসি হাসলেন নুরুল হাসান তপু। গত ২০২২ সালে ৫ জানুয়ারি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ সদস্য পদে তাকে এক ভোটে পরাজিত দেখানো হয়। অবশেষে সোমবার (২৫ সেপ্টেম্বর) আদালতে পুনঃগণনায় নুরুল হাসান তপু ৫৩৩ ভোটে বিজয়ী হয়েছেন।
মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে সদস্য প্রার্থী ছিলেন সাবেক মেম্বার নুরুল হাসান তপু ও ইছার উদ্দিন। ২৮২৬ জন ভোটারের ওই ওয়ার্ডে নির্বাচনের দিন আপেল প্রতীকের প্রার্থী ইছার উদ্দিনকে ১ ভোটে জয়ী দেখানো হয়েছিল।
ঘোষিত ফলাফলকে চ্যালেঞ্জ করে পাখা প্রতীকের প্রার্থী নুরুল হাসান তপু বাদী হয়ে হবিগঞ্জ নির্বাচন ট্রাইব্যুনালে মামলা করেন। মামলাটি পরিচালনা করেন জজকোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো.জসীম উদ্দিন।সোমবার দুপুরে নির্বাচন ট্রাইব্যুনাল (সিনিয়র সহকারী জজ) বিচারক সবুজ পালের আদেশে ভোট পুনঃগণনা করা হয়। গণনায় দেখা গেছে ১ ভোটে পরাজয় দেখানো নুরুল হাসান তপু পেয়েছেন ১২৯৬ ভোট। অপরদিকে ইসলাম উদ্দিন পেয়েছেন ৭৬৩ ভোট।
সদ্য বিজয়ী নুরুল হাসান তপু বলেন, আদালত মানুষের শেষ ভরসাস্থল। আদালতের রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে।