ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে দুর্গাপূজার ছুটি একদিন বাড়িয়ে ২৩ অক্টোবরের পরিবর্তে ২২ অক্টোবর থেকে ছুটি ঘোষণা করেছ কর্তৃপক্ষ। ২৩ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়ের (ইবি) সকল ক্লাস-পরীক্ষা ও একাডেমিক কার্যক্রম। তবে এর আগে ২২ অক্টোবর নির্ধারিত পরীক্ষাসমূহ চালু থাকলেও শিক্ষার্থীদের সকল ক্লাস বন্ধ থাকবে। সেই হিসেবে ছুটির পরে দুই দিনের সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট ৬দিনের ছুটি পাবেন শিক্ষার্থীরা।
শনিবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান সাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।
অফিস আদেশে বলা হয়, দূর্গাপূজা উপলক্ষে আগামী ২২অক্টোবর ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সকল ক্লাস বন্ধ থাকবে তবে ঐদিন সকল পরীক্ষা ও অফিসসমূহ যথারীতি চলবে। এবং ২৩ অক্টোবর হতে ২৫ অক্টোবর পর্যন্ত ক্লাস পরীক্ষা ও অফিসসমূহ বন্ধ থাকবে। অফিস বন্ধকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের জরুরী সেবাসমূহ চালু থাকবে।