আগামী ৪ জানুয়ারি নারায়ণগঞ্জের আসবেন প্রধানমন্ত্রী- শেখ হাসিনা।

হাসান আহমেদ স্টাফ রিপোর্টার নারায়নগঞ্জ

প্রধানমন্ত্রী আগামী ৪ জানুয়ারি নারায়ণগঞ্জের জনসভার বক্তব্য প্রদানের মধ্য দিয়ে আওয়ামী লীগের নির্বাচনি প্রচারণা শেষ করবেন বলে জানিয়েছেন নারায়গঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এবং একই আসনে দলের মনোনীত প্রার্থী শামীম ওসমান।

তিনি জানান, এবারের নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমরা প্রতিপক্ষের সঙ্গে প্রতিদ্বন্দিতা করার পাশাপাশি অদৃশ্য শক্তির সঙ্গে লড়াই করতে হবে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ রাইফেলস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি একথা জানান।

‘শেখ হাসিনা পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হয়ে রেকর্ড করবেন’
শামীম ওসমান বলেন, প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে আমরা আশা করছি নারায়ণগঞ্জে ম্মরণকালের সবচেয়ে বড় সভা এখানে আয়োজন করা হবে। এখানে লক্ষ লক্ষ লোকের সমাগম হবে বলে প্রত্যাশা করি।

তিনি বলেন, শেখ হাসিনা সরকার উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করেন এবং দেশের উন্নয়নের জন্য আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে সবাই ভোট দেবেন।

এবারের নির্বাচন সবচেয়ে কঠিন জানিয়ে শামীম ওসমান বলেন, সব নির্বাচনের চেয়ে এবার আমাদের প্রতিদ্বন্দ্বী সবচেয়ে কঠিন। যে এটা না বোঝে সে রাজনীতি বোঝে না। ১৯৭০ এর নির্বাচনের চেয়ে এবারের নির্বাচন কঠিন। ৭০ এর নির্বাচন ছিল স্বাধীনতার সংগ্রামের নির্বাচন আর এ নির্বাচন হলো অদৃশ্য শক্তির বিরুদ্ধে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাসনাত শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা। পরে শামীম ওসমান জালকুড়ি এলাকায় নির্বাচনি পথসভায় বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *