আওয়ামী লীগ সরকার লুটপাটের রাজনীতির মাধ্যমে দেশে লুটপাট কায়েম করেছিল – শ্যামল

দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

বিএনপির কেন্দ্রীয় অর্থনীতি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহাবুব শ্যামল বলেছেন, বিগত ১৬ বছর যাবত আওয়ামী লীগ সরকার লুটপাটের রাজনীতির মাধ্যমে দেশে লুটপাট কায়েম করেছিল। যার খেসারত তাদেরকে দিতে হয়েছে।

তিনি বলেছেন, আওয়ামী লীগ সরকার নিজেদের পকেট ভারি করতে ভুয়া নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আঁকড়ে ধরে ছিল। একের পর এক প্রহসনের নির্বাচনের মাধ্যমে তারা জনবিচ্ছিন্ন হয়ে নিঃসঙ্গ হয়ে পড়েছিল। তাই পতনের সময় তাদের পাশে কেউ ছিল না।

শহরের শহরের কাচারি পাড় মুক্ত মঞ্চে জেলা শ্রমিকদল আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইঞ্জিনিয়ার শ্যামল বলেন, বিএনপি কখনও চায় না আগামীতেও এ ধরণের কোনো পরিবেশ সৃষ্টি হোক। বরং বিএনপি চায় জনগণের স্বার্থে কাজ করতে। তাই আওয়ামী লীগের পথ অনুসরণ না করে জনগণের স্বার্থে দলীয় নেতাকর্মীদের কাজ করার উদাত্ত আহবান জানান তিনি।

এসময় রিকশা শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, বিগত সময়ে ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগের দালালদের মাধ্যমে প্রকৃত রিকশা শ্রমিকদের বঞ্চিত করে মোটা অংকের টাকার বিনিময়ে সিন্ডিকেট করে লাইসেন্স বিক্রি হয়েছে। যার খেসারত দিয়েছে রিকশা-ভ্যান শ্রমিকরা। এই অন্যায় অত্যাচার থেকে বিএনপি তাদেরকে মুক্ত করবে।

উক্ত সভায় জেলা রিকশা-ভ্যান শ্রমিকদলের সভাপতি মো. ঝাড়ু মিয়ার সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক সহসভাপতি অ্যাড. শফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাবেক যুগ্ম সম্পাদক এবিএম মমিনুল হক, অ্যাড. তরিকুল ইসলাম রোমা সহ আরও অনেকেই। এতে স্বাগত বক্তব্য দেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. মোস্তফা।

এর আগে রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন শ্রমিক সংগঠন মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *