✒️আসাদুজ্জামান খান
___________________
আমাদের দাবী, আমাদের দাবী
মানতে হবে মানতে হবে;
গণ অধিকার।
মিছিল আর-
মিছিলের স্লোগানে, স্লোগানে
রাজপথ কিংবা,
জনতার শিক্ষাঙ্গনে,
দেয়াল লেখা মানচিত্রে,
খুজে ফিরি জীবনের অধিকার!
গণতান্ত্রিক রূপকথা-
সাইনবোর্ড হয়ে আছে
বাঁচতে চায় বাঁচার দাবিতে;
ঝড় ওঠে তোলপাড় জীবনের সারিতে।
বুলেট আর বারুদের উত্তাপে
খুঁজে ফিরি জীবনের ঠিকানা! তাই,
হেঁটে হেঁটে যায় পাল্টাতে চায়
বিবর্ণ মানুষের অধিকার!
স্লোগান, স্লোগান
আর মিছিলের দেশে,
অধিকারের নিঃশ্বাস!
সহসাই মিছিলের স্লোগান হবে;
একদিন তোমাদের
না বলা কথা,
অধিকারের দাবীতে!