A+ হারিয়ে মন খারাপ করো না

মোতাব্বির হোসেন

সিলেট প্রতিনিধি।

যাদের টার্গেট ছিল A+, আত্মবিশ্বাস ছিল তুমি A+ পাবে বাট টার্গেট পূরণ হয় নি, তোমরা কেউ মন খারাপ করো না। মনে রেখো, বাংলাদেশ শিক্ষা ব্যবস্থায় শুধু A+ অর্থের কোন মূল্য নেই। এই A+ তোমার কোন কাজে আসবে না। হয়তো এই A+ দু একদিন তোমাকে আনন্দ দিবে, দু একদিন আত্মীয় স্বজনের মুখে তোমার A+ নিয়ে আলোচনা হবে,এরপর দেখবেন সেই আলোচনা বিলীন হয়ে গেছে। বিশ্বাস করো এই A+ তোমাকে দু একদিনের আনন্দ ছাড়া কিছুই দিবে না। তুমি ভার্সিটির একটা আসন দখল করতে এই A+ কোন কাজে আসবে না। কাজে আসবে তোমার পরিশ্রম। তুমি চাকরির পিছনে দৌড়াতে গেলে এই A+ তোমার কাজে আসবে না। কাজে আসবে তোমার পরিশ্রম। তো এই A প্লাসের মূল্য কই? আশাকরি এতক্ষণে তোমরা বুঝতে পেরেছ আমি কোনদিকে ইশারা করে কথা বলতেছি। আমি পরিশ্রমের কথা বলতেছি। ভার্সিটির একটা আসন দখল করতে, নিজেকে পাবলিক ভার্সিটির একটা ছাত্র হিসেবে গর্ববোধ করতে, ভবিষ্যতে চাকরির পিছনে দৌড়াতে তোমাকে তোমার পরিশ্রম সবচেয়ে বেশি সাহায্য করবে। তখন তারা তোমাকে জিজ্ঞেস কবরে না যে তুমি কি এসএসসি এইচএসসি এক্সামে A+ পেয়েছিলে? মনে রেখো, এ যুগের A+ মানে ‘মামার বাড়ির আবদার’। অনেক A+ পাওয়া শিক্ষার্থী ঝরে পড়ে যায়। আমার অনেক ক্লাসমেট, সিনিয়র শিক্ষার্থী ভাইদের দেখেছি যাঁরা A+ পেয়েছে তাঁরা এখন কোন পর্যায়ে আছে আর যাঁরা A+ পায়নি তাঁরা এখন কোন পর্যায়ে আছে। আমি সেই অভিজ্ঞতা থেকেই বলছি।
অতএব বর্তমান যুগের যেই A প্লাসের অর্থের কোন মূল্য নেই সেই A প্লাস না পাওয়ায় মন খারাপ না করে পরিশ্রমে লেগে যাও। পরিশ্রমীরা ঝরে পড়ে না। পরিশ্রমীরা সফল হয়। তখন দেখবেন তোমার ভবিষ্যতের লক্ষ পূরণ হয়ে গেছে। তখন সারাজীবন আনন্দ পাবে। সবসময় সবার মুখে তোমাকে নিয়ে আলোচনা হবে।

মোতাব্বির হোসেন
শিক্ষার্থী: এম,সি কলেজ সিলেট।
বাংলা বিভাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *