রিংকু রায়
রিংকু রায় (নেত্রকোণা) মোহনগঞ্জ :
নেত্রকোণার মোহনগঞ্জে রোববার সুয়াইর ইউনিয়নের নকতি বিল দখলে নিতে সুয়াইর ও পাইলাটি গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ রিপোর্ট পাঠানো পর্যন্ত সংঘর্ষে উভয় পক্ষের আহত ২১জন মোহনগঞ্জ হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। এদিকে সংঘর্ষ ভয়াবহ রূপ নেওয়ার আগেই উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, মোহনগঞ্জ উপজেলার ৬নং সুয়াইর ইউনিয়নের কুলপতাক মৌজায় নকতি বিল অবস্থিত। ওই বিলের দখল নিতে ৫নং সমাজ-সহিলদেও ইউনিয়নের পাইলাটি গ্রামবাসী ও ৬নং সুয়াইর ইউনিয়নের সুয়াইর গ্রামবাসী সকাল থেকেই মুখোমুখি অবস্থান নেয় এবং দুপুর ১টা পর্যন্ত থেমে থেমে উভয় পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়াসহ ইট-পাটকেল নিক্ষেপ চলতে থাকে। এ ঘটনার খবর পেয়ে মোহনগঞ্জের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলম এবং অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলামসহ পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এর আগেই ধাওয়া পাল্টা ধাওয়ায়সহ ইট-পাটকেল নিক্ষেপে আহত হয়ে পাইলাটি গ্রামের আব্দুল হাসিম (৬৫), আক্কল আলী (৫৫), রেহান মিয়া (৩০), বায়েজিদ (২৫), তরিকুল ইসলাম (৪০), মজিবর রহমান (৪০), সুজাত (৩৩), স্বাধীন মিয়া (৪০) সুয়াইর গ্রামের আজিজুল (৪০), আজহারুল ইসলাম (৩২), ওসমান গনি (৩৪) আদর্শনগরের হাকিবুল (৪০), আজিজুল (৩৬), শাহআলম (৪৫), জানু মিয়া (৬০), লালন (৪০), হুমায়ুন (৩২), সোহান (৩০), রাসেল (২৫), সাইদুল (২০) ও মারুফ (১৮) মোহনগঞ্জ হাসপাতালে চিকিৎসা নেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে।।