নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষ্যে সারাদেশের মতো মিরসরাইয়েও নানা কর্মসূচি পালন করেছে উপজেলা প্রশাসন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। আজ বুধবার সকাল ১০ টা থেকে এসব অনুষ্ঠান ঝাকজমকপূর্ণভাবে সম্পন্ন হয়। সকাল ১০ টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত জাতীয় অনুষ্ঠান ও প্রধানমন্ত্রীর ভাষণ সরাসরি সম্প্রচার দেখে সবকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। এরপর মিরসরাই উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে উপজেলার ৩ টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শেখ রাসেল ডিজিটাল ল্যাবকে শ্রেষ্ঠ ল্যাব ঘোষণা করে এসব শিক্ষা প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। এছাড়া দিবসটি উপলক্ষ্যে আয়োজিত কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগীতার পুরস্কার প্রদান করা হয়।
মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খাঁন, মিরসরাই থানার উপ-পরিদর্শক মোহাম্মদ হাসানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ।
মিরসরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খাঁন জানান, উপজেলার মিরসরাই সদরে অবস্থিত মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয় ডিজিটাল শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। দ্বিতীয় স্থান অধিকার করেছে মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজ এবং তৃতীয় স্থান অর্জন করেছে মিঠাছরা উচ্চ বিদ্যালয়। এছাড়া দিবসটি উপলক্ষ্যে আয়োজিত কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ৯ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়েছে।