ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে ইবিতে প্রতিবাদ সমাবেশ

ইবি প্রতিনিধি:

ফিলিস্তিনি মুসলিমদের উপর দখলদার ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে, ফিলিস্তিনের স্বাধীনতাকামী বিপ্লবী জনতার পক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরের পাশে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। সমাবেশে বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

সমাবেশে ইংরেজি বিভাগের শিক্ষার্থী আয়েশা বিনতে রশিদ তিথির সঞ্চালনায় শাখা ছাত্রলীগ সহ-সভাপতি মৃদুল হাসান রাব্বি, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক মুখলেসুর রহমান সুইট, ঐক্যমঞ্চের সভাপতি ইয়াসিরুল কবির সৌরভ, আইইউমুনার সাধারণ সম্পাদক আনিসুর রহমান সাইমনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

সেইভ হিউম্যানিটি, ফ্রি প্যালেস্টাইন স্লোগানকে সামনে রেখে শিক্ষার্থীরা বলেন, বর্তমানে ইসরাইল ফিলিস্তিনিদের উপর যে অমানবিক আগ্রাসন চালাচ্ছে, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা চাই ফিলিস্তিন ও গাজাবাসী স্বাধীন হোক, আর ফিরে আসুক মানবতা। আমরা দেখতে পাচ্ছি, ইসরাইল বরাবরই তাদের দখলদারিত্ব চালিয়ে যাচ্ছে। গাজাকে মৃত্যুপুরীতে পরিণত করছে।

তারা আরও বলেন, ইসরাইল ফিলিস্তিনি মা-বোন, মুক্তিকামী মানুষ, বেসামরিক জনগণকে প্রতিনিয়ত হত্যা করছে। এমনকি তাদের এ অমানবিক হত্যাকান্ড থেকে অবুঝ শিশুরাও রেহায় পাচ্ছে না।

বাংলাদেশ সরকারের প্রতি আবেদন জানিয়ে তারা বলেন, ইতোমধ্যে ফিলিস্তিনের পক্ষে আমাদের প্রধানমন্ত্রী অবস্থান নিয়েছেন। আমরা আশা করি আমাদের সরকার শীঘ্রই কূটনৈতিক প্রক্রিয়া শুরু করবে। এদিকে আমরা দুঃখের সাথে দেখতে পাচ্ছি, আজ কথিত বিশ্বমানবতার দাবিদারদের খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা আজ কোথায়? জাতিসংঘ আজ কোথায়? মানবতা আজ কোথায়? আমরা বিশ্বনেতাদের কাছে আবেদন জানাই শীঘ্রই এ যুদ্ধ থামানোর সিদ্ধান্ত নেয়া হোক এবং ফিলিস্তিনদের উপর এ নির্মম-নির্যাতন বন্ধ করা হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *