সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল ও কলেজ পুনর্মিলন কমিটির সদস্যদের প্রিন্সিপালের সাথে সাক্ষাৎ।

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল এন্ড কলেজের ২০২৪ সালে প্রথম পুনর্মিলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। অনুষ্ঠানটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেন্ট্রাল কমিটি ও কো-অডিনেশন কমিটি গঠিত হয়েছিল। উক্ত কমিটি সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লে.কর্নেল কামাল আকবর স্যারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সৌজন্য সাক্ষাতে পুনর্মিলন এর সকল কার্যক্রম অবহিত করা হয়। কেন্দ্রীয়  কমিটির প্রেসিডেন্ট খ ম সাইফুল হাবিব সজিব, সেক্রেটারি তারেক আজিজ, কো- অর্ডিনেশন কমিটির চীফ  কো- অর্ডিনেটর মো: ফজলে এলাহী সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ স্যারের সাথে আলোচনা করে ১৬/০২/২০২৪ এ পুনর্মিলন অনুষ্ঠান করার জন্য অনুমতি এবং অনুষ্ঠান সম্পর্কে তার কাছ থেকে দিক-নির্দেশনা গ্রহণ করেন।

উক্ত সৌজন্য সাক্ষাতে প্রতিষ্ঠানের সিনিয়ার শিক্ষক তৌয়ব আল আজাদ ও মো জহিরুল ইসলাম স্যার উপস্থিত ছিলেন। উক্ত সাক্ষাৎতে অধ্যক্ষ মহোদয় একটি উপদেষ্টা কমিটি গঠন করবেন বলে জানিয়েছেন। উক্ত কমিটি অনুষ্ঠানের সকল বিষয় উপদেশ ও পরামর্শ দিয়ে অনুষ্ঠানটি সুন্দর ও সুশৃঙ্খল করার জন্য এগিয়ে নিয়ে যাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *