ফরিদপুরে ডেঙ্গুর মহামারীতে অকাল মানুষের মৃত্যু

নতুন যন্ত্রণায় মানুষ হতাশ মহামারী করোনার পরে বিভিন্ন জেলায় ডেঙ্গুর মহামারীতে অকাল মানুষের মৃত্যু

হৃদয় খান সুমন ফরিদপুর প্রতিনিধি :
১৬/১০২০২৩
ফরিদপুর জেলার সালথায় গট্টি ইউনিয়ন সিংহপ্রতাপ গ্রামের গত রাতে অনুমানিক ১ -১০ মিনিটে প্রাণ গেল ডেঙ্গুতে
আজিজ শেখ( ৬৪) নামে একজনের মৃত্যু আরো জানা যায় সালথা উপজেলার। আরো অনেকে ডেঙ্গুতে মৃত্যু,
ছাড় পাচ্ছেন না কেউ, ডেঙ্গু হলে মানুষ চিকিৎসা থেকেও ওষুধের অভাবে মৃত্যুর কাছাকাছি,
যেসব স্যালাইন লেখা হয় ডাক্তারের পরামর্শ অনুযায়ী, পাওয়া যাচ্ছে না ও ঔষধ, হসপিটালে অভিযোগী রোগীর লোকজনের,
হসপিটালে থেকে পাওয়া যায় না এবং বাহিরের দোকান থেকে কিনতে গেলে ৮৭ টাকার স্যালাইন, ৭০০/৮০০/১২০০ টাকা নিচ্ছে, এবং ভিআইপি লোকেরা গেলে তাদের কাছে বলা হচ্ছে স্যালাইন নেই,
জানা যায় আরো অচেনা লোকের কাছে তারা বিক্রি করতে চাচ্ছে না, বলা হয় সাপ্লাই নেই, জোরদার করে ঔষধ মন্ত্রণালয় তাদের এ বিষয়ে নজরে রাখা উচিত, এবং জেলা প্রধানে যারা আছেন তারা প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবেন দয়া করে,
টেস্ট করলেই বাড়ছে ডেঙ্গু ঝুঁকি
পাওয়া যাচ্ছে না নিয়মিত ওষুধ, সংকটে আছে মানুষ রোগীর সংখ্যা বেশি ওষুধের সংখ্যা কম, হয়রানির শিখার সাধারণ জনগণ রোগী নিয়ে, টেস্ট করে নিচ্ছেন ৬০০ টাকা বিভিন্ন টেস্ট আরো দিচ্ছেন, ডেঙ্গু মোকাবেলা করতে হলে
সবাইকে নিজ নিজ দায়িত্বে সচেতন হতে হবে, করোনা মহামারীর চেয়ে অনেক ভয়ংকর রুপ নিচ্ছে ডেঙ্গু
সাধারণ মানুষ যেভাবে ভালো চিকিৎসা পান সে বিষয় দ্রুত ওষুধ মন্ত্রণালয়ের সেবা আমরা চাই ফরিদপুর জেলার দাবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *