মোঃ শামিম উদ্দিন- বাঘাইছড়ি প্রতিনিধি:
রাংগামাটি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে বাঘাইছড়ি কাচালং সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে সামাজিক নিরাপত্তা বেষ্টুনী কর্মসূচির আওতাভূক্ত সুবিধাভোগীদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
রাংগামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীর সভাপতিত্বে সকাল ১০ ঘটিকার সময় মতবিনিময় সভা শুরু হয়। সভায় সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতাভুক্ত সুবিধাভোগীসহ প্রায় ১০ হাজার মানুষ সভায় জমায়েত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন জনাব দীপংকর তালুকদার, এমপি, সভাপতি খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, বাংলাদেশ জাতীয় সংসদ। প্রধান অতিথি বক্তৃতার শুরুতেই তিনি বাঘাইছড়ির মানুষ কে ধন্যবাদ ও অভিনন্দন জানান। তিনি বলেন বাঘাইছড়ির মানুষ অকৃতজ্ঞ নয় সকল বাধা বিপত্তি অতিক্রম করে আজকের সভায় উপস্থিত হয়েছেন। একই সাথে আইন-শৃঙ্খলা বাহিনী দিনরাত পরিশ্রম করে পাহাড়ের অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ বাহিনীকে ধন্যবাদ দেন। তিনি আরো বলেন সরকার কি পরিমান উন্নয়ন করেছে আজকের মতবিনিময় সভা তার প্রমান বিভিন্ন জায়গায় বাদা দেওয়া সত্ত্বেও আজকের মতবিনিময় সভায় উপস্থিত হয়ে বাঘাইছড়ির জনগন বাংলাদেশ সরকারের প্রতি ভালোবাসা বহিঃপ্রকাশের প্রমান দিয়েছে। তাই জনগণের সব ধরনের ভাতা কে আরো বেগবান করতে উন্নয়নের ধারা কে অব্যাহত রাখতে আগামী সংসদ নির্বাচনে সকলের কাছে নৌকায় ভোট চান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী কামাল উদ্দিন, সহ- সভাপতি রাঙামাটি জেলা আওয়ামী লীগ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব বৃষকেতু চাকমা, রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জনাব রুমানা আক্তার, বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জমির হোসেন, মেয়র বাঘাইছড়ি পৌরসভা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আব্দুল কাইয়ুম, ভাইস-চেয়ারম্যান বাঘাইছড়ি উপজেলা পরিষদ।
আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও হেডম্যান কার্বারী গন।