ইবি প্রতিনিধি:
ইসরায়েলের অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতিবাদী সংগ্রাম “তুফান আকসা” এর প্রতি সমর্থন জানিয়ে সংহতি সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১০ অক্টোবর) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার অনুষদ ভবনে এসে শেষ হয়।
সমাবেশে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সহস্রাধিক শিক্ষার্থী ব্যানার-ফেস্টুনসহ অংশগ্রহণ করেন। এ সময় তারা ঈসরাইলের দখলদারিত্বের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। ফিলিস্তিনিদের প্রতিবাদী সংগ্রামের প্রতি সংহতি জানিয়ে শিক্ষার্থীরা বলেন, ১৯৪৮ সালে ইসরায়েলের বাহিনী যে অবৈধ দখলদারিত্ব কায়েম করেছিল, সেই বাহিনী আজ লক্ষ লক্ষ ফিলিস্তিনি মা-বোন, শিশু-কিশোরদের হত্যা করছে। আজকে ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনিদের যে শান্তি মিশন, এটা দেখে পশ্চিমাদের আজকে দরদ উৎলাই পড়ছে। আমরা জানতে চাই যখন ফিলিস্তিনি মা-বোন, শিশু-কিশোরদের হত্যা করা হয়েছিল তখন আপনাদের দরদ কই ছিল? ফিলিস্তিনি আজকে যে শান্তি মিশন চালাচ্ছে, কেন আমেরিকা তাদের বিরুদ্ধে? আজকে বিশ্ব দুইটি ভাগে বিভক্ত একটি জালেম শক্তি আরেকটি মাজলুম শক্তি। বিশ্ববাসী আজ দেখবে কারা জালেমের পক্ষে আর কারা মাজলুমের পক্ষে? কারা শান্তির পক্ষে আর কারা সন্ত্রাসের পক্ষে?
জাতিসংঘের সমালোচনা করে শিক্ষার্থীরা বলেন, আজকের যে জাতিসংঘ এরা জাতিসংঘ নয় বরং এরা বিজাতি সংঘ। তাই আজ মুসলমানদের জন্য আলাদা জাতিসংঘ সময়ের দাবি।