বেলকুচিতে জেলেদের মাঝে চাউল বিতরণ

মোঃ আশিকুল ইসলাম বেলকুচি প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সদর ইউনিয়নে মা ইলিশ সংরক্ষণ অভিযানে মা ইলিশ ধরা থেকে বিরত থাকার জন্য নিবন্ধিত জেলেদের মাঝে ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

শনিবার (৭ অক্টোবর ) সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মীর্জা মোঃ সোলায়মান হোসেন। এসময় ১ শত ৮২ জন নিবন্ধিত কার্ডধারী জেলেদেরকে ২৫ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে।

বিরণকালে ইউপি চেয়ারম্যান মীর্জা মোঃ সোলায়মান হোসেন বলেন, ইলিশ আমাদের জাতীয় মাছ, জাতীয় সম্পদ এবং বিশ্বে ইলিশ উৎপাদনে বাংলাদেশ প্রথম। এই মা ইলিশ আপনারই ধরবেন তবে নির্দিষ্ট সময় পরে, আমাদের দেশের এই সম্পদ রক্ষা করা আপনার আমার সকলের দায়িত্ব ও কর্তব্য।
উল্লেখ মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩; প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের জন্য ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর (২৭ আশ্বিন থেকে ১৭ কার্তিক ১৪৩০) পর্যন্ত মোট ২২ দিন ইলিশ আহরণ, বিপণন, ক্রয় এবং বিক্রয়, পরিবহন, মজুদ এবং বিনিময় আইন দ্বারা সম্পূর্ণ নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য। অপরাধ”

চাল বিতরণকালে ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শামীম রেজা , ইউপি সচিব ফয়সাল আহম্মদ,প্যানেল চেয়ারম্যান আঃ কুদ্দুছ ভুট্টু, ইউপি সদস্য,মোঃ মতিন ফকির, ছিদ্দিকুর রহমান সিদ্দিক , মোঃ সোহরাব আলী প্রাং, মোঃ মাসুম আকন্দ, জেলে প্রতিনিধিসহ’এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *