সাপাহারে ভুয়া ডাক্তার পরিচয়দানকারী ইউনুসের ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

মোঃ সারোয়ার হোসেন অপু

স্টাফ রিপোর্টার:
নওগাঁর সাপাহারে ভুয়া ডাক্তার পরিচয় ব্যবহার করায় সাথী সেবা ক্লিনিক পরিচালক মোঃ ইউনুস আলী (৩৬) নামে এক ক্লিনিক পরিচালক কে এক লক্ষ টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার বিকেল সাড়ে ৪ টায় উপজেলা সদরের গোডাউন পাড়া সাথী সেবা ক্লিনিকে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্যাহ আল মামুন। এসময় ক্লিনিক পরিচালক মোঃ ইউনুস আলী ডাক্তার না হয়েও ক্লিনিকের ব্যবস্থাপত্রে ডাক্তার পরিচয় ব্যবহার করা এবং ক্লিনিকের বিভিন্ন অনিয়ম পাওয়ায় এক লক্ষ টাকা অর্থদণ্ড দেন মোবাইল কোর্ট এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন।

অভিযানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা ডাঃ আলমগীর হোসেন ও থানা পুলিশের উপ-পরিদর্শক রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স সহযোগিতা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *