রাঙ্গাবালীতে মান্তা সম্প্রদায়ের অধিকার সংরক্ষণ সংলাপ আয়োজিত হয়েছে।

মোঃরিয়াজ মাহমুদ

প্রতিনিধি, রাঙ্গাবালী (পটুয়াখালী):

তীরবর্তী নদী বা খালে ভাসমান নৌকায় বসবাস করে জীবনের তাগিদে মাছ ধরে জীবিকানির্বাহের কাজ করে বেড়ানো সম্প্রদায়ই মান্তা, যাদের নৌকায় মৃত্যু, যাদের বিয়ে-শাদিও নৌকাতেই হয়। ঘূর্ণিঝড়, ভারী বৃষ্টি, জোয়ার-ভাটা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করে চলা তাদের নিত্যনৈমিত্তিক বিষয়।

বিচ্ছিন্ন দ্বীপ রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে বসবাস করে এ মান্তা সম্প্রদায়। মান্তা নারী জেলেদের অধিকার, নেতৃত্ব নির্মাণ ও ক্ষমতায়ন বিষয় নিয়ে রাঙ্গাবালীতে সরকারি ও বেসরকারি কর্মকর্তাদের সঙ্গে সিডফ সংলাপের আয়োজন করেন। সিডফ নির্বাহী পরিচালক মো. শাহীন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।.এ সময় বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমদ আখন্দ, সাংবাদিক, শিক্ষক ও সামাজিক ব্যক্তিবর্গ।
তাদের বক্তব্যে তারা তুলে ধরেন কিভাবে মান্তা সম্প্রদায়কে শিক্ষিত ও জীবনের মান উন্নয়ন সহ আধুনিক জীবন-যাপনে নিয়ে আসা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *