মাধবপুরে ভাতার নগদ টাকাসহ বই বিতরণ করলেন বিমান প্রতিমন্ত্রী

নাহিদ মিয়া,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি।

হবিগঞ্জের মাধবপুর উপজেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক বয়স্ক, বিধবা, ও প্রতিবন্ধী ভাতার বাতিল ও মৃত্যুর পরিবর্তে প্রতিস্থাপিত বই বিতরণ, ইউনিয়ন পরিষদের মূল ফটকের নাম ফলক উন্মোচন এবং মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর)বুল্লা ইউনিয়ন পরিষদের প্রাঙ্গণে বয়স্ক, বিধবা,ও প্রতিবন্ধী ভাতার বই বিতরণ, ইউনিয়ন অফিসে মূল ফটকের নাম উন্মোচন এবং মতবিনিময় ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন বুল্লা ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান,ও সঞ্চালনায় করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফ আলী।
নগদ টাকা ও ভাতার বই বিতরণ এবং মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মোঃ মাহবুব আলী এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মন্জুর আহ্সান,থানার অফিসার ইনচার্জ রাকিবুল ইসলাম খাঁন,কৃষি কর্মকর্তা আল মামুন হাসান,প্রাণীসম্পদ কর্মকর্তা ডঃ মোঃ আব্দুস সাত্তার বেগ,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান,সাবেক যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম , আওয়ামীলীগ নেতা রফিক মিয়া,নোয়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ জিতু মিয়া বুল্লা ইউনিয়নে ছাত্রলীগের নেতা ইকবাল মিয়া প্রমূখ। বয়স্ক, বিধবা, প্রতিবন্ধীসহ ৮৩ জনের মধ্যে ভাতার বই ও নগদ টাকা বিতরণ করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *