ঝিনাইদহ জেলা প্রতিনিধি মোঃ অমিদ হাসান:
১৯/৯/২০২৩ তারিখে গুড়দাহ মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত, বিদ্যালয়ে কেউ কাটছে আলু, কেউ মরিচ কিংবা লাউ-পেঁপে। কারও ব্যস্ততা চুলায় আগুন জ্বালাতে আবার কারও অন্যসব জিনিসপত্র আনা-নেওয়ায়। এসব কাজে শিক্ষার্থীদের সঙ্গে রয়েছেন শিক্ষকরাও। সবাই একেক কাজে ব্যস্ত। মহেশপুর উপজেলার গুড়দাহ মাধ্যমিক বিদ্যালয় স্কুলে সপ্তম শ্রেণির আনুমানিক ২০০ শিক্ষার্থী এভাবেই বিদ্যালয়ে মধ্যাহ্নভোজের আয়োজন করে।শিক্ষার্থীদের দৃষ্টিভঙ্গি, জ্ঞান, যোগ্যতা, মূল্যবোধ ও সখ্য বাড়াতে জাতীয় শিক্ষাক্রমের মূল ভিত্তিতে এসেছে আমূল পরিবর্তন।পড়াশোনা পাশাপাশি রান্নাবান্না শিখাইছেন গুড়দাহ মাধ্যমিক বিদ্যালয় স্কুলের শিক্ষক। শিক্ষকের সহযোগিতা করছেন তার ছাত্র-ছাত্রী গুলো এই খুশিতে প্রতিটি শিক্ষক খুব আনন্দিত ছাত্র-ছাত্রীদের উপর ভালোবাসা এবং দক্ষতা নিয়ে কাজ করছে শিক্ষক গুলো।বিদ্যালয়ের শিক্ষকদের সহযোগিতায় সকাল থেকেই শুরু হয় শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজের আয়োজনের প্রস্তুতি। শিক্ষার্থীরা নিজেরাই কেটেছে পেঁয়াজ, মরিচ, আদা, রসুন। একেকজন একেক কাজে ব্যস্ত সময় পার করেছে। রান্নার আয়োজনে ছিল সাদা ভাত, ডাল, পাঁচমিশালি সবজি ও দেশি মাছ রান্না এবং মাংস।