লেখক : সোলায়মান আকন্দ
সহকারি শিক্ষক
মধুমতির বাঁকে
মুজিব তোমায় ডাকে
স্রোতস্বীনি মধুমতি
গর্জে বর্ষা এলে
ছোট্ট ডিংগী নাও ভাসিয়ে
খোকা মুজিব চলে ।
দূর থেকে ঐ ডাকছে যে মা
দুষ্ট খোকা ওরে এত্তো সাহস পেলি কোথা
আয় খোকা মোর কোলে ।
সাত সতেরো পেরিয়ে গেলো এবার মুজিব ঢাকায় এলো ঢাকায় এসে চমকে গেলো ।
দেখল এসব হচ্ছেটা কি- ইয়াহিয়ার লাগ ভেলকি,
বায়ান্ন বাষট্টি গেলো, ছয়ষট্টি – উনসত্তর সত্তর এ নির্বাচন হলো,
নেতা মুজিব জয়ী হলো।
মুজিব এবার বড় হল
৭ মার্চে মঞ্চে এলো
বীরের মতো ভাষণ দিলো
সারা বাংলা কেঁপে উঠলো
বজ্র কন্ঠে ঘোষণা দিলো –
এবারের সংগ্রাম-আমাদের মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম,
বীর বাঙ্গালী অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন হলো।
বাঙ্গালীরা যুদ্ধে গেল, রক্তগঙ্গা বয়ে দিলো, লক্ষ মানুষ জীবন দিলো – পাকবাহিনী পালিয়ে গেল ।
পেলাম প্রাণের প্রিয় দেশ,
তোমার আমার প্রানের দেশ
জয়বাংলার স্বাধীন দেশ
আমার সোনার বাংলাদেশ ।