পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো
রাজশাহীতে পুলিশ পরিচয়ে চাঁদা নেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় তানোর উপজেলার বাঁধাইড় ইউনিয়নের শিবপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতাররা হলেন- রাকিব হোসেন (৩০), মো. তৌহিদুল ইসলাম (২৫) ও মো. মুন্না সরকার (২৩)।
ওসি বলেন,শুক্রবার তানোর উপজেলার ২নম্বর বাঁধাইড় ইউনিয়নের শিবপুর গ্রামের দিয়ারা পাড়ায় ভুয়া পুলিশ পরিচয় দিয়ে কয়েকজন ব্যক্তি সিএনজি নিয়ে আদিবাসী গ্রামে যায়। সেখানে গিয়ে আদিবাসীদের হ্যান্ডকাফ দিয়ে গ্রেফতারের ভয় দেখিয়ে বিভিন্ন জনের কাছে থেকে আড়াই হাজার টাকা করে চাঁদা আদায় করে।
এরপর শ্রী বিশ্বনাথের কাছে আরও ১০ হাজার টাকা চাঁদা চাওয়াকে কেন্দ্র করে স্থানীয়রা তাদের আটক করে। পরবর্তীতে পুলিশ গিয়ে তাদের গ্রেফতার করে নিয়ে আসে।
ওসি আরও বলেন, গ্রেফতারদের দেহ তল্লাশি করে বিভিন্ন জনের কাছে থেকে আদায় করা টাকা ও ভুয়া অডিট কর্মকর্তার পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে তানোর থানায় মামলা করেছে। মামলার পর তাদের কারাগারে পাঠানো হয়েছে।