মো:আসাদুজ্জামান খান, মেহেরপুর(সদর) প্রতিনিধি:
মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামে, দুটি সোলার প্যানেলের প্রায় ১২ কয়েল তার, রাতের আধারে কেটে চুরি করে নিয়ে গেছে চোরেরা বা দূর্বৃত্তরা। গত শনি ও রবিবার বুড়িপোতা গ্রামের ওলির চারা ও ডোবার মাঠে এই চুরির ঘটনা ঘটে। দুটি মাঠে প্রায় ১’শ বিঘা জমিতে সোলার প্যানেল থেকে সেচ দেওয়া হত। শুষ্ক মৌসুমে ধান বা বোরো ফসল উৎপাদনে সেচ অপরিহার্য। আর এই সেচ প্রদানের জন্য ডিজেল বা বিদ্যুৎ ব্যবহার করতে হয়, তাতে ফসল উৎপাদন খরচ পড়ে অনেক বেশি। তা ছাড়া বর্তমানে ডিজেলের দাম বেড়ে যাওয়ায়, বিকল্প পদ্ধতিতে সোলার সেচ পাম্পের মাধ্যমে সেচ সুবিধা নিচ্ছেন এলাকার কয়েকশত কৃষক। আর এর মাঝেই সীমান্তবর্তী এলাকাগুলো থেকে একের পর এক চুরি হয়ে যাচ্ছে সোলার প্যানেলের তার। এতে যেমন সেচ নিয়ে বিপাকে পড়ছে কৃষক তেমনি ক্ষতিগ্রস্থ হচ্ছেন সোলার প্যানেলের মালিক। কয়েকদিন অতিবাহিত হলেও প্যানেল দুটি মেরামত না হওয়ায় বিপাকে পড়েছেন এলাকার কৃষকরা। সীমান্তবর্তী এলাকা হওয়ায় দিনরাত মাদকসেবীদের লাইন লেগে থাকে। ক্ষতিগ্রস্থরা ধারণা করছেন মাদকের টাকা যোগাড় করতেই, মাদকসেবীরা এধরণের কর্মকান্ড করে বেড়াচ্ছে বিভিন্ন এলাকায়। ওলির চারা মাঠের সোলার প্যানেলের অপারেটর কামরুজ্জামান শামীম বলেন, সালেক সোলার পাওয়ার লিমিটেডের সহযোগিতায় আমার জমিতে এখানে ৭৮টি প্যানেল বসানো আছে। চার বছর যাবৎ আমি এই মাঠের প্রায় ৫০ বিঘা জমিতে সেচ দিয়ে আসছি। যা এলাকার চাষীরা সেচের সুবিধা পাচ্ছে। গত শনিবার রাতে প্রায় ৬ কয়েল তার কেটে নিয়ে গেছে দূর্বৃত্তরা। তাতে আমার প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। এর আগেও রোজার ঈদের আগের রাতে একইভাবে তার চুরি করে নিয়ে যায় দূর্বৃত্তরা। বর্তমানে আমি চাষীদেরকে সেচ দিতে পারছিনা। ভবিষ্যতে কৃষক ও কৃষকের ফসলের যেন আর ক্ষতি না হয়, সেজন্য আমি প্রশাসনের সহযোগিতা কামনা করছি। পরবর্তীতে যেন আমাদের প্রকল্প যেন ক্ষতিগ্রস্থ না হয়। এছাড়াও একই এলাকার ডোবার মাঠ থেকেও একই কায়দায় তার কেটে নিয়ে গেছে দূর্বৃত্তরা। এখবর লেখা পর্যন্ত থানায় জিডি করার প্রস্তুতি চলছে।
কৃষক ফলায় সবুজ সোনা,সেটি আমাদের সবার জানা। কৃষি বাঁচলে বাঁচবে মানুষ, সমৃদ্ধি হবে আমাদের দেশ।