ঝিনাইদহ জেলা প্রতিনিধি
মোঃ অমিদ হাসান
আকিদুল জানান টানা দুই দিনের বৃষ্টি এবং মহেশপুর উপজেলায় ধান খেতে পানি জমেছে। মাঠের পর মাঠ পাকা বোরো ধান মাটিতে শুয়ে পড়েছে।আমন ধান রোপন ও বপন করা হয়েছিল। সৃষ্ট পানি ফলে অনেক জমির ধান পানির নিচে তলিয়ে গেছে।বৃষ্টির পানিতে জলাবদ্ধ হয়ে পড়েছে মহেশপুর উপজেলার বিস্তীর্ণ বিল এলাকা। এসব জলাবদ্ধ বিলের জমিতে পাকা ধান কাটতে হিমশিম খাচ্ছে কৃষকরা।সময়মত ফসল ঘরে তুলতে না পারলে চলতি মৌসুমে ধানের উৎপাদনের উপর বিরুপ প্রভাব ফেলতে পারে বলে মনে করছে বিলের কৃষকরা। তবে কৃষি বিভাগ জানিয়েছে জলাবদ্ধতার জন্য ফসল আবাদের কোন ক্ষতি হবে না।এমন অবস্থায় শ্রমিকও পাচ্ছেন না কৃষকেরা। দ্রুত পানি না সরলে পানির নিচে ডুবে থাকা ধান নষ্ট হওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা।