ঝিনাইদহ জেলা প্রতিনিধি মোঃ অমিদ হাসান
মহেশপুর উপজেলা ভবনগর পূর্বপাড়া গ্রামে পাট চাষ আগ্ৰহ কমে গেছে কুষ্টিয়ায় চলতি মৌসুমে পাটের চাষ করে লোকসানের মুখে পড়েছেন কৃষকরা। বাজারে পাটের যে দর, তাতে লোকসান হচ্ছে তাদের। পাটের কাঙ্ক্ষিত দাম না পেয়ে দুশ্চিন্তায় চাষিরা। পাট বিক্রি করে খরচ ওঠানো যাচ্ছে না, লোকসান গুনতে হচ্ছে পাট চাষিদের। তারা পাটের দাম বৃদ্ধির দাবি জানিয়েছেন। কৃষক জানান,এ ছাড়া শ্রমিক ও পানির অভাবে জাগ দিতে না পারায় অনেক কৃষকের পাট এখনও ক্ষেতেই রয়ে গেছে।কয়েকজন কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে, এক মণ পাট ঘরে তুলতে প্রায় ২ হাজার ৫০০ টাকা খরচ হয়েছে। বর্তমান বাজারে ১ হাজার ৮০০ টাকা দরে পাট বিক্রি হচ্ছে।শ্রমিক সংকট ও বাজারে প্রত্যাশিত দাম না থাকায় অনেকে পাট বিক্রি করতে পারছেন না। ফলে বীজতলা প্রস্তুত থাকলেও চাষিদের অনেকে এখনও ধান রোপণ করতে পারেননি। এতে কৃষকদের মধ্যে হতাশার সৃষ্টি হয়েছে।বৃষ্টি ভালো মত না হওয়ায় পুকুর-নালা, খাল-বিল ও ডোবাতে পানি না থাকায় এবার পাট জাগ দেওয়ার অনেকে এলাকায় চাষীদের সমস্যায় পড়তে দেখা গিয়েছে। তবে বড় বড় নদীতে অনেকে দূর-দূরান্ত থেকে পাট এনে জাগ দিতেও দেখা গিয়েছে।গত বছর ভালো দাম পাওয়ায় বেশ খুশি তারা। তাই এই বছর পাট চাষে বেশ আগ্রহ বাড়ছে না কৃষকরা।