রিংকু রায় (নেত্রকোণা) মোহনগঞ্জ :
মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে নেত্রকোনা- ৪ আসনের এমপি সাজ্জাদুল হাসান বলেছেন, শিক্ষার্থীদের গুণগত মান বৃদ্ধি করতে হবে। এজন্য শিক্ষকদের নিবিড়ভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীদের রেজাল্ট ভালো করার জন্য পাঠদানে আন্তরিক হওয়ার জন্য প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নেত্রকোনার মোহনগঞ্জে রোববার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়াম কাম মাল্টিপারপার্স হল রুমে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সুপারদের নিয়ে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার ছাব্বির আহমেদ আকুঞ্জি, উপজেলা একাডেমিক সুপারভাইজার গোলাম মোস্তফা, মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোতাহার হোসেন, আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী রফিকুর রহমান সহ প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপজেলার ২৩টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসার প্রধান এতে অংশগ্রহণ করেন। পরে দুপুরে এমপি সাজ্জাদুল হাসান আদর্শনগরে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন আয়োজিত কুকিং অ্যান্ড ফুড হাইজিন, ফ্রন্ট অফিস অ্যান্ড হাউজকিপিং শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করেন।