মোহনগঞ্জে কংশ নদীতে নৌকাডুবির ১৮ ঘন্টা পর নিখোঁজের লাশ উদ্ধার

রিংকু রায় (নেত্রকোণা) মোহনগঞ্জ :

নেত্রকোনার মোহনগঞ্জের কংশ নদীতে ধান বোঝাই করা নৌকা ডুবির ১৮ ঘন্টা পর নিখোঁজ রেজাউল ইসলাম শিরোমনির মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে কংশ নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে সোমবার গভীর রাত ৩টার দিকে ধান বোঝাই করা নৌকাটি ডুবে যায়। মরদেহ উদ্ধার ও ট্রলার পাওয়ার পর উদ্ধার অভিযান সমাপ্ত হয়েছে বলে ডুবুরি লিডার জমিয়ত আলী জানান। এর আগে মোহনগঞ্জ পৌর শহরের উত্তর দৌলতপুর ট্রলার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ রেজাউল ইসলাম শিরোমনি (৩৫) সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার মছিমপুর গ্রামের উছমান গণির ছেলে। উদ্ধারকারী ডুবুরি লিডার জমিয়ত আলী জানান, দিরাই উপজেলা থেকে কংশ নদী মোহনগঞ্জের দৌলতপুর নৌকাঘাটে ২৫০বস্তা (৪০০মন) ধানবোঝাই নৌকাটি সোমবার দিবাগত রাতে ঘাটে বাধা অবস্থায় ডুবে যায়। এসময় নৌকায় ধানের মালিকসহ তিন শ্রমিক ও মাঝি ছিলেন। দৌলতপুর নৌকা ঘাটে ধান বোঝাই নৌকাটি হঠাৎ ডুবে যাওয়ার সময় শ্রমিক ও মাঝিসহ ৪ জন সাঁতরে তীরে ওঠেন। সেই সময় নৌকার মালিক নিখোঁজ ছিলেন। মোহনগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার আবু বক্কর সিদ্দিক জানান, ফায়ার সার্ভিসের সাথে উদ্ধারে ময়মনসিংহ থেকে ৫ সদস্যের উদ্ধারকারী ডুবুরি দল অভিযান পরিচালনা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *