মানাফী ইসলাম নাজমুল:
বরগুনার আমতলীতে শুক্রবার সকাল ৫টা ৩০ এর সময় নারায়নগঞ্জ থেকে কুয়াকাটা গামী পিকনিকের বাস পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কের ঘটখালী নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত -১ আহত হয়েছে ২৫ জন।
আমতলী থানা ও স্থানীয় সূত্রে জানা যায় , ঢাকার নারায়নগঞ্জ থেকে সেন্ট মার্ট পরিবহন (ঢাকা মেট্র-ব ১২১৭২৯)সমুদ্র সৈকত কুয়াকাটার উদ্ধেশ্যে যাচ্ছিল ভোর ৫ টা ৩০এর সময় পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কের ঘটখালী নামক স্থানে নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায় ।
এসময় বাসের যাত্রী পারুল (৫০) , মেহেরুন নেছা ১৩), সেলিনা (৪৫), রায়হান (১৬), রবিউল (২৮), পারভেজ (৩০), পেরু (৬০), মিরাতুন (৮), ইমরান (৩১), ইমরান (৫৫), মঞ্জু (৪৫), মাহফুজা (১৭) সৈকত(২৬) হাবিবা(১৮) দিনা (৫৫) মাহবুবা(৩০) পপি (৩০) ইসলাম (৫২)সহ ২৫/৩০ জন আহত হয় । আহতদের আমতলী ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
আহতদের মধ্যে গুরুতর আহত ইসলাম (৫২ )কে বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়ার পথে মারা যায়। নিহত ইসলাম (৫২) নারায়নগঞ্জ জেলার বন্দর থানার স্বল্পের চক গ্রামের সামসুদ্দিন বেপারীর ছেলে।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুত্রে জানা যায়, আহতদের যথাযথ চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
আমতলী থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন থানা পুলিশ ঘটনা স্থল থেকে আহদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।