পাঁচবিবিতে স্বামী নিখোঁজ থাকায়,স্ত্রী খাদিজা বেগমের সংবাদ সম্মেলন,

মোঃ আমজাদ হোসেন স্টাফ রিপোর্টার জয়পুরহাট

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় আয়মা রসুলপুর ইউনিয়নের মালিদহ গ্রামের বাসিন্দা আজাহার আলীর কন্যা মোছাঃ খাদিজা বেগম তাহার নিজ বাসভবনে
শুক্রবার বেলা ১১ ঘটিকায় সাংবাদিকদের উপস্থিতিতে
সংবাদ সম্মেলন করেন যে
তাহার স্বামী মাজেদ (৫০) পিতা, ভোলাই বিশ্বাস, সাং, মালিদহ, থানা, পাঁচবিবি, জেলা জয়পুরহাট,
প্রায় গত দুই বছর হলো প্রতিবেশী আশরাফ আলীর ছেলে মোঃ আবু সুফিয়ান (৩৮) এর সাথে পার্টনারশিপে
মিলেমিশে গরু কেনা বেচার ব্যবসা করেন,
ঘটনার দিন ৫ই আগস্ট শনিবার সকালে বাড়ি থেকে ৬টি গরু নিয়ে জয়পুরহাটে ব্যবসায়ী পার্টনার সুফিয়ানের সাথে বিক্রি করার উদ্দেশ্যে যায়,
গরু বিক্রি করে পার্টনার সুফিয়ান বাড়িতে ফেরত আসিলে ও আমার স্বামী মাজেদ বাড়িতে ফেরত আসে নাই,
আমার স্বামীর কথা সুফিয়ানের কাছে জিজ্ঞেস করলে তিনি আমাকে বলেন দু’একদিন পর বাড়িতে ফেরত আসবে, তিনি কোথায় গেছেন জিজ্ঞেস করিলে তালবাহানা কথা বলেন, এছাড়াও আমার স্বামীর ফোনটি বন্ধ পাওয়া যায়,
খাদিজা বেগম আরও অভিযোগ করে বলেন সুফিয়ান আমার স্বামীর কাছে গরু বিক্রি করা থাকা প্রায় ১০/১২ লক্ষ টাকা আত্মসাৎ করার লক্ষ্যে আমার স্বামী কে বিভিন্ন প্রকারের ভয়-ভীতি দেখিয়ে তাকে গোপনে গুম করে রাখতে পারেন বলে আশঙ্কা করেন,
এছাড়াও ব্যবসার প্রায় সব টাকাই আমার আত্মীয় স্বজনের কাছ থেকে ধার করে নিয়ে আমার স্বামী পার্টনারশিপে ব্যবসা করেন,
খাদিজা তাহার স্বামীর খোঁজ পেতে প্রশাসন ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন,

তবে এ বিষয়ে আবু সুফিয়ানের সাথে যোগাযোগ করার চেষ্টা করে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি,
তাহার বাড়িতে গেলেও তাকে বাড়িতে পাওয়া যায়নি,
এ বিষয়ে ভুক্তভোগী খাদিজা জয়পুরহাট সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন,
জয়পুরহাট সদর থানার ওসি তদন্ত গোলাম সরোয়ার জানান এ বিষয়ে একটি অভিযোগ হয়েছে থানায় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *